Wednesday, September 18, 2024

১৪,৫০০/- টাকা মাসিক বেতন! টেক মাহিন্দ্রাতে customer support পদে কর্মী নিয়োগ! ছেলে-মেয়ে উভয় আবেদন

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। ভারতের অন্যতম একটি টেক কোম্পানি টেক মাহিন্দ্রা’তে কলকাতা লোকেশনে customer support (Voice) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আবেদনকারী ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই টেক মাহিন্দ্রা’তে উক্ত পদের জন্য আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

 

• পদের নাম: Tech support & customer support voice job profile (গ্রাহক পরিষেবা পদ)।

শূন্যপদ: উক্ত এই পদের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে ২০০টি।

• মাসিক বেতন: যারা টেক মাহিন্দ্রা’য় উক্ত পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন ১৩,৫০০/- টাকা থেকে ১৪,৫০০/- টাকা দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদের জন্য চাকরি প্রার্থীরা যে কোন স্বীকৃতির বক্তব্য বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ( Any graduate) হলেই আবেদন করতে পারবেন এবং সাথে ইংরেজিতে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে।

 

• বয়সসীমা: এখানে বয়স ১৮ থেকে ২৫ বছর চাওয়া হয়েছে।

• কাজের সময়: এখানে প্রার্থীদের ২৪ ঘন্টার মধ্যে ৯ ঘন্টা ডিউটি করতে হবে এবং রাতে কাজ করতে আগ্রহী হতে হবে।

• কারা আবেদন করতে পারবেন?: যেহেতু এখানে স্যালারি কম তাই শুধুমাত্র কলকাতা লোকেশন এর বাসিন্দারাই আবেদন করতে পারবেন এখানে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Email ঠিকানায় নিজের updated CV পাঠিয়ে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

• shortlisting candidate

• walk in interview

• selection process

• আবেদন করার email (সাথে যা লিখতে হবে): 

Your Name –

Father’s name –

Qualification –

Address –

Postal code –

Email ID – SS00517365@techmahindra.com

আরও পড়ুন: বর্তমানে যে সমস্ত চাকরির ফর্ম ফিলাপ চলছে ,সেপ্টেম্বর মাসে ১০ টি সরকারি চাকরি।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo