Thursday, September 19, 2024

বর্তমানে কি কি চাকরির ফর্ম পূরণ চলছে? সেপ্টেম্বর মাসে ১০ টি চাকরি! যোগ্যতা 10th/12th/Graduation

বর্তমানে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের ঠিক কোন কোন চাকরির আবেদন চলছে বা ফর্ম ফিলাপ চলছে সেটাই আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে বর্তমানে আবেদন চলছে এমন সেরা ১০টি সরকারি চাকরির খবর সম্পর্কে উল্লেখ করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা বিস্তারিত পড়ে নিয়ে যেকোনো একটিতে আবেদন করতে পারেন।

 

১) জেলার আইনি পরিষেবা দপ্তরে কর্মী নিয়োগ 2024
▪ পদের নাম: অফিস অ্যাসিস্টেন্ট ও Peon.•

মাসিক বেতন : ১৩,৭৫০ থেকে ১৮,০০০ টাকা

শূন্যপদ সংখ্যা: ২টি
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
▪ শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাস এবং স্নাতক পাস যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) Supreme Court Of India Recruitment 2024
পদের নাম: জুনিয়র কোট অ্যাটেন্ডেন্ড.
মাসিক বেতন ৪৬ হাজার ২১০ টাকা।
বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা; মাধ্যমিক পাশ / ডিপ্লোমা.

৩) Railway NTPC Recruitment 2024

পদের নাম:Accounts Clerk, Typist,Ticket Clerk, Trains Clerk, Goods Trains Manager, Station Master, Ticket Supervisor এবং Jr. Accounts Asstt.
শূন্যপদ সংখ্যা: ১১৫৮ টি।
• বয়সসীমা:সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৬ বছরে। (এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।(
▪ শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস এবং স্নাতক পাস

) IWAI MTS Recruitment 2024

▪ পদের নাম ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়াতে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ হবে।
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর। (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে.
▪ শিক্ষাগত যোগ্যতা: অন্ততপক্ষে মাধ্যমিক পাস।
• আবেদনের শেষ তারিখ; ২৯শে সেপ্টেম্বর।

৫) CISF Constable Recruitment 2024

▪ পদের নাম: কন্সটেবল ফায়ারম্যান।
• মাসিক বেতন: ২১,৭০০ থেকে ৬৩,১০০ টাকা
• শূন্য পদ সংখ্যা: ১১৩০টি।
• বয়সসীমা: ১৮ থেকে ২৩ বছর। (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে.
▪ শিক্ষাগত যোগ্যতা: অন্ততপক্ষে মাধ্যমিক পাস।
• আবেদনের শেষ তারিখ ; ৩০ সেপ্টেম্বর।

৬) Indo-Tibetan Border Police Recruitment 2024

▪ পদের নাম: কন্সটেবল।
• মাসিক বেতন: ২১,৭০০-৬৩,১০০ টাকা।
• বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর। (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে)
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস।
আবেদনের শেষ তারিখ: অক্টোবর মাসের ১ তারিখ পর্যন্ত.

৭) Union Bank Of India Recruitment 2024
▪ পদের নাম: Apprentice
▪ শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট.
• বয়সসীমা: ২০-২৮ বছর। (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে)
• আবেদনের শেষ তারিখ: ১০ই সেপ্টেম্বর।

৮) WB Anganwadi Karmi & Helper Recruitment 2024

পদের নাম: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।
▪ শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ।
শূন্যপদ সংখ্যা: ২৫০টি
• বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর। (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে)
আবেদনের শেষ তারিখ; ১৮ই সেপ্টেম্বর।

৯) Air Force Recruitment 2024
▪ পদের নাম: গ্রুপ সি ক্লার্ক.
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ।
• বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর। (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে)
মাসিক বেতন: ২৯,৯১৪ টাকা।
আবেদনের শেষ তারিখ: ২৯ই সেপ্টেম্বর।

১০) RRB Paramedical Staff Recruitment 2024
▪ পদের নাম: প্যারামেডিকেল স্টাফ.
শিক্ষাগত যোগ্যতা; 12th Pass / Graduate / Diploma.
শূন্যপদ সংখ্যা : ১৩৭৬টি
• বয়সসীমা: ১৮ থেকে ৪৫ বছর।

▪ কিভাবে আবেদন করতে হবে: আগ্রহী প্রার্থীরা নিচে দেওয়া Apply link থেকে উক্ত ১০ টি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী যে কোন কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করা যাবে।

অনলাইন আবেদনের লিঙ্ক সমূহ ;

Post Name Apply link
অফিস অ্যাসিস্টেন্ট ও পিওন পদ আবেদন করুন
সুপ্রিম কোর্টে JCA নিয়োগ আবেদন করুন
Railway NTPC Apply আবেদন করুন
ইউনিয়ন ব্যাংক অ্যাপ্রেন্টিস পদ আবেদন করুন
ITBP Constable নিয়োগ আবেদন করুন
Air Force Group C Clerck আবেদন করুন
CISF Constable নিয়োগ আবেদন করুন
অঙ্গনওয়ারি কর্মী নিয়োগ আবেদন করুন
IWAI MTS নিয়োগ আবেদন করুন
প্যারামেডিকেল স্টাফ নিয়োগ আবেদন করুন

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo