মাসিক ৩৭,০০০/- টাকা বেতনে কলকাতা সাইন্স সিটি (Kolkata Science City Recruitment 2024) তে কর্মী নিয়োগ। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে এটি হতে চলেছে আপনার জন্য সুবর্ণ সুযোগ। তাই কিভাবে আবেদন করবেন কলকাতা সাইনসিটি তে চাকরির জন্য? কোন পদ? এ সমস্ত বিস্তারিত তথ্য জেনে নিন আমাদের এই প্রতিবেদনটি থেকে।
পদের নাম:
১) অফিস অ্যাসিস্ট্যান্ট।
২) টেকনিশিয়ান।
মোট শূন্যপদ সংখ্যা: ১২ টি
• শিক্ষাগত যোগ্যতা (অফিস অ্যাসিসট্যান্ট):
আবেদনকারীরা এখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে ইংরেজী ৩৫ টি শব্দ আথবা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করা জানলে আবেদন করতে পারবেন।
• শিক্ষাগত যোগ্যতা (টেকনিশিয়ান):
চাকরি-প্রার্থীদের এখানে মাধ্যমিক পাশ সঙ্গে উক্ত ট্রেডে ITI ডিগ্রী ও ১ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
• মাসিক বেতন:
• অফিস অ্যাসিস্ট্যান্ট – ৩৭,০০০/- টাকা।
• টেকনিশিয়ান – ৩৭,০০০/- টাকা।
• বয়সসীমা: আবেদনকারীরা এখানে বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলে দুটি পদের জন্য আবেদন করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর ২০২৪ থেকে।
• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের এখানে shortlisting এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে এরপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
• আবেদন মূল্য:
•ST/SC/PWD/handicapped/Women – Free/-
• OBC – 885/- টাকা।
• আবেদন করার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৪
• আবেদন করুন:
• Apply Now (অফিস অ্যাসিস্ট্যান্ট)
• Apply Now (টেকনিশিয়ান)।