Wednesday, September 18, 2024

মাধ্যমিক পাশ যোগ্যতা! দেশ জুড়ে ৭৫০৯৩ শূন্যপদে SSC GD কনস্টেবল নিয়োগ, বেতন ২১,০০০/- টাকা‌

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা পুলিশে অথবা ডিফেন্সে চাকরি করতে চান তাদের জন্য দারুন সংবাদ নিয়ে এলাম। সম্পতি SSC GD constable ২০২৪ পদে দেশ জুড়ে প্রচুর কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি করা হবে। যেখানে মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য।

 

• পদের নাম: SSC GD constable

• শূন্যপদ: এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৭৫০৯৩ এর মতো।

SSC GD vacancy

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• যোগ্যতা: চাকরি-প্রার্থীরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। সেই সাথে SSC GD এর স্কেল অনুযায়ী শারীরিক মাপ-গঠন থাকতে হবে প্রার্থীদের।

• মাসিক বেতন: যারা SSC GD constable পদে চাকুরী পাবেন তাদের প্রতি মাসে বেতন এখানে ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা মাসিক বেতন প্রদান করা হবে।

 

• বয়সসীমা: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩-৫ বছরের বয়সের ছাড় পাবেন।

• শারীরিক মাপ-গঠন (PET / PST Test): 

•Height ( UR / OBC / SC) – 170 CMS (ছেলে) এবং 157 CMS (মেয়ে)

• Height (ST) – 162.5 CMS (ছেলে) এবং 150 CMS ( মেয়ে)

• Chest ( UR / OBC / SC) – 80 – 85 CMS ( ছেলে) এবং NA( মেয়ে)।

• Chest (ST) – 76 – 81 CMS (ছেলে) এবং N/A (মেয়ে)

• Race – 5 Km in 24 Min (ছেলে) এবং 1.6 Km in 8 Min 30 Sec (মেয়ে)।

• নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা, শারীরিক মাপ গঠন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরি-প্রার্থীদের জানানো যাচ্ছে যে এখনো SSC GD constable পদের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে SSC GD এর ক্যালেন্ডার অনুযায়ী আগামী মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হবে।

• আবেদন করার শেষ তারিখ: ১৪/১০/২০২৪

• আবেদন করুন: Apply Now

Download official notification

আরও পড়ুন: ভারতীয় রেলে ৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo