Wednesday, September 18, 2024

ভারতীয় রেলে ১০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, যোগ্যতা HS/গ্রাজুয়েশন পাশ! জানুন আবেদন পদ্ধতি

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে আবারো ২০২৪ সালের NTPC অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজে দশ হাজারের বেশি সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার যাদের ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন রয়েছে তাদের জন্যই আজকের এই চাকরির খবর। নিচে ২০১৪ সালের রেল NTPC নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে; আগ্রহী চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ খবরটি পড়ে দেখতে পারেন।।

 

▪ পদের নাম: দুটো ক্যাটাগরিতে মূলত এখানে নিয়োগ করা হবে।

• প্রথমত গ্রাজুয়েট লেভেলে;

) গুডস ট্রেইন ম্যানেজার হিসাবে ২৬৮৪ জন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার হিসাবে ১৭৩৭ জন

) সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হিসাবে ৭৩৫ জন

) জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে ১৩৭১ জন

) এবং স্টেশন মাস্টার হিসাবে ৯৬৩ জন নিয়োগ করা হবে।

 

• দ্বিতীয়তঃ উচ্চ মাধ্যমিক লেভেলের;

) ট্রেন ক্লার্ক হিসাবে ৯৯০ জন

) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হিসাবে ৩৬১ জন

) একাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট হিসাবে ৬৮ জন এবং

) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক হিসাবে ১৯৮৫ জন,

এইভাবে দুই ধরনের পদ মিলে এবার ১০ হাজারের বেশি সংখ্যক NTPC নিয়োগ করা হবে।

Railway NTPC vacancy details

▪ শিক্ষাগত যোগ্যতা: যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রামে থেকে থাকেন অথবা আপনি গ্রাজুয়েট বা স্নাতক পাস করে থাকেন ; তাহলেই কিন্তু আপনি রেলের NTPC পদে আবেদন করতে পারবেন।

▪ বয়সসীমা: আবেদন করার জন্য আপনার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। তবে হ্যাঁ এক্ষেত্রেও কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের চারটি ধাপে বাছাই করে নিয়োগ করা হবে।

১) প্রথমে প্রার্থীদের নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে একটি কম্পিউটার বেস্ট টেস্ট দিতে হবে ;

) দ্বিতীয় ধাপে কিছু ক্ষেত্রে প্রার্থীদের টাইপিং টেস্ট দিতে হবে ;

) দ্বিতীয় ধাপে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন

৪) চতুর্থ ধাপে মেডিকেল টেস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে চাকরি দেওয়া হবে।

 

• আবেদন পদ্ধতি:  প্রার্থীদের অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত ২০২৪ সালের এনটিপিসি নিয়োগের আবেদন শুরু হয়নি। এনটিপিসি নিয়োগ সম্পর্কে শুধুমাত্র একটি সংক্ষিপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনুমান করা হচ্ছে পরের মাসেই অনলাইন আবেদন শুরু হবে। যখনই অনলাইন আবেদন শুরু হবে তখনই আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সেটা জানতে পারবেন। তাই অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো রাখুন।

• আবেদন করুন: এখনো শুরু হয়নি।

Download short notification

আরও পড়ুন: টাটা কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo