রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড়ো সুখবর। কারণ সম্প্রতি ‘ইন্ডিয়ান ব্যাঙ্ক (India bank recruitment)‘ জানিয়েছে যে তারা ভারতের সমস্ত রাজ্য মিলিয়ে ১৫০০ বেশি সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। যাদের ব্যাংকে চাকরি করার স্বপ্ন রয়েছে তাদের সকলকে অনুরোধ সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখুন।
▪ পদের নাম এবং শূন্যপদঃ ইন্ডিয়ান ব্যাংক থেকে পশ্চিমবঙ্গে ১৫২ টি শূন্য পদ সহ অন্যান্য রাজ্য মিলিয়ে ১৫০০ শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ শিক্ষাগত যোগ্যতা: সাইন্স, আর্টস বা কমার্স অর্থাৎ যেকোনো শাখা থেকে যদি আপনি গ্রাজুয়েট বা স্নাতক পাশ করে থাকেন, তাহলেই আপনি ইন্ডিয়ান ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারবেন।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: যদি আপনার বর্তমান বয়স সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু বয়সের ক্ষেত্রে বিশেষভাবে ছাড় পাবেন।
▪ মাসিক বেতন: যদি আপনি ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে সুযোগ পান তখন আপনি মাসিক স্কাইপেন্ড পাবেন ১২ থেকে ১৫ হাজার টাকা।।
▪ নিয়োগ প্রক্রিয়া: যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের ১০০ নম্বরে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।
▪ আবেদন করতে কী কী নথিপত্র প্রয়োজন?
১) আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) বার্থ সার্টিফিকেট
৪)রঙিন পাসপোর্ট সাইজ ফটো সহ অন্যান্য নথিপত্র প্রয়োজন।
▪ আবেদন পদ্ধতি: প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীদের অ্যাপ্রেন্টিস পোর্টালে ‘www.nats.education.gov.in,’ গিয়ে নিজেদের রেজিস্টার করিয়ে নিতে হবে। এরপরই আবেদন করা যাবে। যদি আপনার আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিতে পারেন অথবা নিজেদের নিকটবর্তী সাইবার ক্যাফে থেকে এই পদের জন্য আবেদন করতে পারেন।।
▪ আবেদনের শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন জুলাই মাসের ১০ তারিখ থেকে জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত।
▪ আবেদন মূল্য: SC/ST & PwBD প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। কিন্তু এই কয়েকটি ক্যাটাগরির প্রার্থীদের বাদ দিয়ে অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ৫০০ টাকা আমাদের মূল্য দিতে হবে।।
আবেদন করুন: Apply Now
আবেদন পদ্ধতি দেখুন: ( YouTube video)
• অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।