নিজ জেলাতেই চাকরি, উচ্চমাধ্যমিক পাশে HDFC ব্যাংকে স্টাফ নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য আনন্দের সংবাদ। উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের বিভিন্ন জেলায় অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ করছে HDFC Bank, তাই আপনি যদি একটি চাকরির খোঁজে রয়েছেন এবং আপনার জন্য ব্যাংকে চাকরি করা স্বপ্ন থেকে থাকে তাহলে এই প্রতিবেদনটি থেকে জেনে নিন HDFC ব্যাংকের কোন কোন পদে কর্মী নিয়োগ হবে এবং আবেদন পদ্ধতি।

 

• পদের নাম: এখানে HDFC ব্যাংকের পদ গুলো হচ্ছে Customer Service Executive, Office Executive, Data Entry Operator, Finance, Insurance, Accounting Services সহ আরও বিভিন্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: উল্লেখ্য পদ গুলোতে যারা চাকরি পাবেন তাদের পদের উপর নির্ভর করে মাসিক বেতন ১৫,৩০০ টাকা থেকে ২১,৭০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হতে গ্রাজুয়েশন পাস হলেই আবেদন করতে পারবেন।

 

• বয়সসীমা: এখানে চাকরি-প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

• নিয়োগ স্থান: অফিসিয়াল তথ্য অনুযায়ী HDFC ব্যাংকের রাজ্যে জুড়ে বিভিন্ন জেলায় প্রার্থী নিয়োগ করা হবে। এক কোথায় নিজ জেলায় চাকরি পাবেন প্রার্থীরা।

• আবেদন পদ্ধতি: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া HDFC ব্যাংকের HR এর WhatsApp নম্বর অথবা email ঠিকানায় নিজের সিভি পাঠিয়ে অথবা কল করে পরবর্তীতে ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করতে হবে।

• প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের CV, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

•আবেদন মূল্য: চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য কোন প্রকার কোন আবেদন মূল্য দিতে হবে না এখানে।

HR WhatsApp/mobile number: 9038525386 / 9163326074

HR Email id: hrcorporate887@gmail.com

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে টেক মাহিন্দ্রাতে কর্মী নিয়োগ

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment