উচ্চমাধ্যমিক পাশেই ভারতের একটি বহুজাতিক তথ্য প্রযুক্তি ও গাড়ি নির্মাণকারী সংস্থা টেক মাহিন্দ্রাতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (Tech Mahindra job recruitment 2024)। যেখানে অসংখ্য শূন্য পদে প্রচুর ছেলে-মেয়েকে নিয়োগ করতে চলছে টেক মাহিন্দ্রাতে কোম্পানি। তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
• পদের নাম: এখানে টেক মাহিন্দ্রার উল্লেখ পদটির নাম হচ্ছে Customer Service Executive (BPO/ call centre)।
• শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৩০০ টি।
• শিক্ষাগত যোগ্যতা: উল্লেখ্য পদে আবেদন করার জন্য টেক মাহিন্দ্রার তরফ থেকে শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও গ্র্যাজুয়েট করা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
• মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন অফিসিয়াল তথ্য অনুযায়ী ১২,৭০০ থেকে ১৫,৭০০ টাকা ইন হ্যান্ড স্যালারি দেওয়া হবে।
• বয়সসীমা: টেক মাহিন্দ্রার Customer Service Executive পদে আবেদন করার জন্য বয়সের কোন সীমা নেই। তবে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে প্রার্থীদের।
• নিয়োগ স্থান: কলকাতা।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: এখানে আবেদন করার কোন শেষ তারিখ জানানো হয়নি। এই চাকরির বিজ্ঞপ্তিটি টেক মাহেন্দ্রার HR department থেকে naukri.com এ পোস্ট করা হয়েছে। আগ্রহীরা নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে তারপর naukri.com পৌঁছে যাবেন। তারপর সেই ওয়েবসাইটের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। তবে আবেদন করার সময় নিজেকে naukri.com এ রেজিস্টার করে নিতে হবে।
• আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) এবং নিজের একটি CV তৈরি রাখতে হবে যা HR কে দিতে ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করতে হবে।
আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মী নিয়োগ।