Thursday, October 10, 2024

১৭,০০০ টাকা মাসিক বেতন, মাধ্যমিক পাশে রাজ্যে জেলা কোর্টে পিয়ন পদে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

মাধ্যমিক  পাশেই সরকারি চাকরি। হ্যাঁ ঠিকই শুনেছেন। মাসিক মোটা টাকা বেতনে রাজ্যে জেলা কোর্টে ( district court recruitment) পিয়ন সহ আরও বেশ কিছু পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস। চলুন এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

 

 

• পদের নাম: এখানে রাজ্যে কোর্টের পদ গুলো হচ্ছে, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সেল বাইলিফ, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি (পিয়ন/নাইট গার্ড)। 

• মোট শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৯৯ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Court vacancy details

• শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি-প্রার্থীরা ‘আপার ডিভিশন ক্লার্ক’ পদটি বাদে বাকি ২টি পদে মাধ্যমিক এবং অন্য ২টি পদে ৮ম শ্রেণী পাসে আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী পদ অনুযায়ী মাসিক বেতন এখানে ভিন্ন ভিন্ন। যা আপনি এখান থেকেই দেখে নিতে পারেন।

Salary details

• বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি ST/SC/OBC প্রার্থীরা ৩-৪ বছরের বয়সের ছাড় পাবেন।

 

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের ২৪/৬/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে অনলাইনে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে আবেদন প্রক্রিয়া একদমই সহজ। এর জন্য ওয়েবসাইটে নিজেকে প্রথমে আর রেজিস্ট্রেশন করে নিতে হবে।

• আবেদন মূল্য: 

Application fees

• অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন‌

•আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে ১২০২ শূন্যপদে কর্মী নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo