Wednesday, September 18, 2024

মাধ্যমিক পাশ যোগ্যতা, রেলে ১২০২ শূন্যপদে ফের কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ

রেলে ফের কর্মী নিয়োগ (Indian railway recruitment)। হ্যা ঠিকই শুনেছেন ভারতীয় রেল ১২০২টি শূন্যপদে ফের একবার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। তাই এটি চাকরিপ্রার্থীদের কাছে একটি আনন্দের সংবাদ। যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হলেই চাকরিপ্রার্থীরা করতে পারবেন আবেদন। চলুন আরও দেরি না করে এই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য।

 

 

পদের নাম: রেল যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে তা হচ্ছে Assistant Loco Pilot এবং Trains Manager। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা: দুটি পদের জন্যই এখানে মাধ্যমিক+ ITI অথবা ডিপ্লোমা ডিগ্রী অর্জনকারী প্রার্থীরা আবেদন করতে পাবেন তবে এই বিষয়ে আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

মোট শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১২০২টি।

বেতন: রেলে Assistant Loco Pilot এবং Trains Manager পদ দুটির মাসিক বেতন রেলের পে স্কেল অনুযায়ী প্রদান করা হবে।

 

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছর। সঙ্গে ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

Age Limit

নিয়োগ সংস্থা: South Eastern Railway।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১২/৬/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সমস্ত তথ্য দিয়ে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার পড়ে নেবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন –  ক্লিক করুন এখানে

আরও পড়ুন: ৪৪,০০০ টাকা বেতনে বনদপ্তরে কর্মী নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo