চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এর তরফ থেকে অসংখ্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলার চাকরি-প্রার্থীরা (ছেলে-মেয়ে) উভয় আবেদন করতে পারবেন। পাশাপাশি RBI এর জারি করা উক্ত পদে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন ৫৫,০০০/- টাকা প্রতি মাসে দেওয়া হবে। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য।
• পদের নাম: এখানে RBI এর প্রকাশিত পদগুলো হচ্ছে-
১). RBI Grade ‘B’ (DR) general (৬৬টি)
২). Grade ‘B’ (DR) – DEPR (২১টি)
৩.) Grade ‘B’ (DR) – DSIM ( ৭টি)
• শূন্যপদ: ৩টি পদ মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৯৪ টি।
• শিক্ষাগত যোগ্যতা: চাকরি- প্রার্থীরা যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ৬০% নম্বর এবং ST/SC হলে ৫০% শতাংশ নম্বর থাকলেই RBI Grade ‘B’ (DR) general পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বাকি দুটি পদের যোগ্যতা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
• মাসিক বেতন: যারা RBI এর উল্লেখিত পদগুলোতে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ৫৫,২০০/- টাকা দেওয়া হবে (Basic salary)
• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে বয়সসীমা চাওয়া হয়েছে ১ জুলাই ২০২৪ অনুযায়ী ২১ থেকে ৩০ বছর।
•পরীক্ষার সময়সূচি:
• নিয়োগ প্রক্রিয়া: prelims, Mains এবং interview
• পরীক্ষা কেন্দ্র: পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে পশ্চিমবঙ্গের মধ্যেই পরীক্ষা কেন্দ্র পড়বে।
• এডমিট কার্ড জারি: September, 2024
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশন ক্লিক করে এরপর registration করে সময়ের আগে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে যারা অনলাইন আবেদন করতে পারবেন না তারা যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে ফিলাপ করে নিতে পারেন।
• আবেদন মূল্য: ST/SC – ১০০/- টাকা এবং General/ OBC – ৮৫০/- টাকা।
• আবেদন করুন: Apply Now
•আবেদন করার শেষ তারিখ: ১৬/০৮/২০২৪