শিক্ষাগত যোগ্য কম রয়েছে অথচ বর্তমানে একটি কাজের খুব প্রয়োজন- যাদের অবস্থা বর্তমানে ঠিক এই পর্যায়ে চলে গেছে তাদের জন্য রয়েছে একটি বড় সুখবর। কারণ সম্প্রতি জিও কোম্পানিতে ২৫ হাজারের বেশি শূন্য পদে বিভিন্ন ধরনের পদে, নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কিছু পদে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারবেন। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করতে হবে? এসব জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
• পদের নাম এবং শূন্যপদ: জিও কোম্পানিতে 7 ধরনের আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ করা হবে। যে 7 টি বিভাগে নিয়োগ করা হবে,তাহলো-Customer Service,Sales And Distribution,Freelancer, Sales Associate, Business Operations,Jio Smart Sales Trainee, Engineer এবং IT বিভাগ।
• শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ২৫,০০০ এরও বেশি।
• শিক্ষাগত যোগ্যতা: জিও কোম্পানিতে যে সমস্ত পদে নিয়োগ হবে তারমধ্যে বেশিরভাগ পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা খুব বেশি না হলেও চলবে। কিছু পদ রয়েছে যেখানে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও করতে পারবেন। তবে এমন কিছু পদও রয়েছে যার জন্য আবেদন করতে আপনার কমপক্ষে গ্রাজুয়েশন পাস হতে হবে।
• বয়সসীমা: উপরে যে সমস্ত পদের উল্লেখ করা হয়েছে তার মধ্যে যেকোনো একটি পদে আবেদন করার জন্য প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।
• মাসিক বেতন: যেহেতু এখানে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে তাই প্রতিটি পদের বেতনও হবে আলাদা আলাদা। তবে বেশিরভাগ পদের মাসিক বেতন শুরু হতে পারে মাসিক ১৩,০০০ টাকা থেকে। তবে কিছু উচ্চ পদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।।
• আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ‘https://careers.jio.com/‘ ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অথবা নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করেও আবেদন করা যাবে। হুট করে আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে অবশ্যই পড়ে নেবেন।
• নিয়োগ প্রক্রিয়া: এখানে যে সমস্ত প্রার্থীরা কোনো একটা পদের জন্য আবেদন করবেন তাদের শুধুমাত্র ইন্টারভিউ এবং বিশেষ কিছু পদের ক্ষেত্রে প্রাথমিক টেস্ট এবং নথিপত্র যাচাই করার পরেই মূল পদে নিয়োগ করা হবে।।
• নিয়োগ স্থান: পুরো ভারতের বিভিন্ন জায়গায় অথবা ওয়ার্ক ফ্রম জবও রয়েছে এখানে
আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: HDFC ব্যাংকে কর্মী নিয়োগ।