SSC (staff selection commission) এর তরফ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর (DATA entry operator) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। SSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে DEO পদের জন্য এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৩৭১২টি। রাজ্যের উচ্চ-মাধ্যমিক পাস চাকরি-প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনটি থেকে জেনে নেই।
পদের নাম এবং শূন্যপদ: পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর ( DATA entry operator Grand A)
শূন্যপদ: ৩৭১২টি।
শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। সেই সাথে প্রার্থীদের অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড সার্টিফিকেট থাকতে হবে। টাইপিং স্পিড কতো প্রয়োজন তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা বেসিক স্যালারি দেওয়া হবে।
বয়সসীমা: ১/০৮/২০২৪ অনুযায়ী ১৭ থেকে সর্বোচ্চ বয়স ২৭ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করার জন্য যোগ্য।
আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের ৭/০৫/২০২৪ তারিখের মধ্যে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এরপর নিজেকে সেখানে রেজিস্ট্রেশন করে উক্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। চাকরি-প্রার্থীদের সুবিধার্থে অনলাইনে আবেদন করার সেই লিঙ্ক নিচে দেওয়া হল।
আবেদন মূল্য: 100/- Rupee For All candidate.
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
অফিসিয়াল ওয়েবসাইট।
আরও পড়ুন: কলকাতা মেট্রো নিয়োগ বিজ্ঞপ্তি। শেষ তারিখ ২০/৫/২০২৪।