আমাদের রাজ্যে ২০২১ সালে একটি বিশেষ প্রকল্প শুরু করা হয়েছিল। এই প্রকল্পে আর প্রতি মাসে হাজার বারোশো টাকা নয়.. বরং একেবারে দেওয়া হয়ে থাকে ৫০০০ টাকা। বিশেষ এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।
প্রতি বছর আমাদের রাজ্যের বিশেষ এক শ্রেণীর মানুষের পক্ষে সংসার চালানো সত্যিই মুশকিলের হয়ে পড়ে। প্রতিবছর এপ্রিল থেকে জুন মাসের সময়টা তাদের হাতে কোন কাজ না থাকায় দুবেলা দুমুখো খাবার যোগাড় করাই কষ্টসাধ্যের কাজ হয়ে দাঁড়ায়। এবার এই দুঃসময়ে যাতে পরিবারগুলো দুবেলা দুমুঠো খেতে পায়, সেজন্যই মুখ্যমন্ত্রী ২০২১ সালের শুরু করেছিলেন এই বিশেষ প্রকল্প।
২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের নাম সমুদ্র সাথী প্রকল্প (Samudra Sathi Prokolpo). এবার বাজেটে এই প্রকল্পের জন্য সরকারের তরফ থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে সরকার মাসিক ৫০০০ টাকা করে ভাতা দিয়ে থাকে। এবার সকলেই যে বিশেষ ভাতা পাবেন তেমনটা কিন্তু একেবারে নয়। রাজ্যের যে সমস্ত মানুষ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মূলত মৎস্য শিকারের সঙ্গে যুক্ত,তারাই এই প্রকল্পের সুবিধা পান।
মূলত এই এপ্রিল থেকে জুন মাসের সময়টা আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবীরা এই সময় সমুদ্রে মৎস্য স্বীকার করতে যেতে পারেন না। ফলে তাদের হাতে কোনো কাজ না থাকায় অর্থের যথেষ্ট অভাব দেখা যায়। এই সময় তাদের সংসার চালানোই যথেষ্ট কষ্টের হয়ে পড়ে। এই অভাবের সময় পরিবারগুলো যাতে কোনরকম খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সেজন্যই সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে বিশেষ ভাতা দেওয়া হয়ে থাকে পরিবারগুলোকে।।
যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মৎস্য শিকারের সঙ্গে যুক্ত ; তারা খুব সহজেই সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এজন্য নিজের BDO Office-এ গিয়ে যোগাযোগ করতে পারেন।।