পূর্ব রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গে বসবাসকারী চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে রেলে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলেন তাদের জন্য চাকরির একটি দুর্দান্ত সু্যোগ নিয়ে হাজির হলো পূর্ব রেল। (Eastern Railway)। এবার পর্ব রেলের তরফ থেকে ১০৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তাই এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি শেষ শব্দ পড়ুন।
পদের নাম: পূর্ব রেলের পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে গুডস ট্রেন্ড ম্যানেজার ( Goods Train manager post)
শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ১০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়স চাওয়া হয়েছে General – 42/ ST-SC – 47 এবং OBC – 45 বছর।
বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মাসিক বেতন leve – 5 (২৯,২০০) টাকা বেসিক।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের ২৭/০৫/২০২৪ থেকে ২৫/৬/২০২৪ তারিখের মধ্যে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক নিচে দেওয়া হল।
নিয়োগ প্রক্রিয়া: চাকরি-প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ১ লক্ষ শূন্যপদে রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।