আপনি কি একজন চাকরিপ্রার্থী? আপনি কি ভারতীয় রেলে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এবার আপনার রেলে চাকরি করার স্বপ্ন পূরণ হতে চলেছে। সম্প্রতি একটি খবর শোনা যাচ্ছে যে ভারতীয় রেলে মোট ১.৫ লক্ষ শূন্যপদে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। আর এই সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই প্রতিবেদনটি থেকে জেনে নিন।
সম্পতি কর্মসংস্থান পেপার রেলে নিয়োগ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে যে রেলে ১.৫ লক্ষ শূন্যপদে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে চলেছে জুন-জুলাই মাসে। তাই আপনি যদি দীর্ঘদিন ধরে রেলে চাকরির জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন তাহলে এটি হতে চলেছে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ।
চাকরি-প্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ হলেই রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পদের জন্য আবেদন করতে পারবেন। যেখানে মাসিক বেতন চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ১৯,০০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন ২১,৭০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। একই সঙ্গে যে সমস্ত চাকরি-প্রার্থীরা ভারতীয় নাগরিক এবং যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর মধ্যে তারাই কেবলমাত্র এখানে আবেদনের যোগ্য। তবে ST/SC/OBC ক্যাটাগরির প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন।
রেলের তরফ থেকে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে। এরপর বিজ্ঞপ্তি জারি হতেই চাকরি-প্রার্থীরা RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উক্ত পদটি বেছে নিয়ে ঐ পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবার সাথে সাথেই আমাদের পোর্টালে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হবে, যেখানে বিস্তারিত তথ্যসহ আবেদন পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ৪৪,০০০ টাকা বেতন বনদপ্তরে কর্মী নিয়োগ। শেষ তারিখ ১৬/৬/২০২৪।