দিতে না ১ টাকাও, সম্পুর্ন বিনামূল্যে বাড়িতে WiFi কানেকশন দেবে কেন্দ্র! এই ভাবে করতে হবে আবেদন

ইন্টারনেট নিয়ে আর সমস্যায় পড়তে হবে না আপনাকে! পাওয়া যাবে হাই স্পিড ইন্টারনেট দিনরাত ২৪ ঘন্টা। চাইলে আপনিও লাগিয়ে নিতে পারেন হাই স্পিড WIFI তাও আবার কোন টাকা পয়সা খরচ করা ছাড়াই। জেনে নিন কিভাবে আপনিও লাগিয়ে নিতে পারেন ফ্রি ওয়াইফাই।

এখন যেমন বাজারে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরাই রিলায়েন্সের জিও সিম কার্ড ব্যবহার করেন,একটা সময় ছিল যখন জিও, এয়ারটেল, ভোডাফোনের বদলে বেশিরভাগ মানুষই BSNL (Bharat Sanchar Nigam Limited) কোম্পানির সিম কার্ড ব্যবহার করতেন। ভারতে সর্বপ্রথম ইন্টারনেট পরিষেবাও চালু করেছিল BSNL কোম্পানি। এবার জিওর বাজারে নতুন করে দাপিয়ে বেড়াতে BSNL ভারতীয়দের দিতে চলেছে দারুন সুযোগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

অনেকদিন আগেই BSNL’র তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে তারা এবার ভারতীয়দের বিনা খরচায় বাড়িতে WIFI লাগিয়ে দেবে। যাতে ভারতীয়দের আর ইন্টারনেটের স্পিড সংক্রান্ত সমস্যায় না পড়তে হয়। কোম্পানি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ২০১৪ সালের ৩১ শে মার্চ পর্যন্ত গ্রাম-বাড়িতে ফ্রি ওয়াইফাই বসাবে। কিন্তু এখন তারা নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র ৩১শে মার্চ নয়, ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গ্রাহকদের দ্বারা বাড়িতে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে ফ্রি WIFI বসিয়ে দেবেন।

বিএসএনএলের তরফে বর্তমানে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার সকলের বাড়িতে ফ্রি ওয়াইফাই বসানোর কাজ করে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত এই সুবিধা নিতে পারেনি এবং যারা বিএসএনএলের Free Wifi’এর সুবিধা নিতে চাইছেন, তারা BSNL’র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে BSNL Free Wifi- এর জন্য আবেদন করতে পারেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment