স্কুল ফাঁকি দিয়ে ঘোরার দিন শেষ! মোক্ষম ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের! এভাবে খুব সহজেই পড়বে ধরা

আপনার সন্তান যদি স্কুলে যাবার নাম করে স্কুলে না গিয়ে অন্য কোথাও যায় তাহলে এটা অন্তত চিন্তার বিষয় অভিভাবকদের জন্য। আর এই নিয়ে কিন্তু চিন্তিত থাকেন বহু অভিভাবকরা। আসলে সন্তানরা স্কুলে যাবার নাম করে আদৌও স্কুলে যাচ্ছে তো না ঘুরতে যাচ্ছে এসব বিষয় চিন্তায় ফেলে অধিকাংশ মা-বাবাদেরই। তবে এবার অভিভাবকদের চিন্তামুক্ত করতে এবং সন্তানরা যাতে স্কুল ফাঁকি না দিয়ে ঘুরতে অথবা অন্য কোথাও না যেতে পারে এজন্য পশ্চিমবঙ্গ সরকার একটি দারুন পদক্ষেপ নিয়েছে। যা শুনে খুশি হবেন অভিভাবকরা। কি সেই পদক্ষেপ আসুন জেনে নেই।

জানা গিয়েছে যে পড়ুয়াদের স্কুল ফাঁকি ঠেকাতে একটি দারুন এপ্লিকেশন আবিষ্কার করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। যে এপ্লিকেশনে থাকবে QR Attendance Code। এই QR Code এর মাধ্যমে পড়ুয়াদের স্কুলে ডুকে উপস্থিতি দিতে হবে, এরপর সেই QR Code হতে একটি notification চলে যাবে অভিবাবকদের মোবাইল ফোনে। এর অর্থ হচ্ছে আপনার সন্তান স্কুলে গিয়েছে এবং সে এখন ক্লাস করছে। আর যদি যে স্কুলে না গিয়ে ঘুরতে অথবা সিনেমা দেখতে যায় তাহলে আপনার মোবাইলে কোন Attendance Notification আসবে না। অর্থাৎ আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার সন্তান আজ স্কুলে যায়নি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে যে, বর্তমানে QR Attendance Code টেকনোলজি পদ্ধতিটি চালু হয়েছে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের জন্য। সেই স্কুলে মোট ১৭০০ জন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকাদের জন্য চালু করা হয়েছে এই QR Attendance Code টেকনোলজি। এবং এটি খুবই ভালো ভাবে কাজ করেছে। তবে QR Attendance Code টেকনোলজি পশ্চিমবঙ্গের বাকি স্কুলগুলোতে চালু হবে হয় কিনা সেটি এখন দেখার বিষয়।

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment