Saturday, September 14, 2024

যোগ্যতা ৮ম শ্রেণী পাস, রাজ্যে গ্রুপ ডি পদে অসংখ্য কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কি একজন চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে একটি আনন্দের সংবাদ। আপনার যদি ন্যূনতম শিক্ষাগত ৮ম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে আপনি রাজ্যের গ্রুপ ডি (Group D) পদে চাকরি করতে পারবেন। কোথাও কিভাবে? কতো শূন্যপদ বিস্তারিত জেনে নেই এই প্রতিবেদনে।

পদের নাম: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ হবে। এখানে পদের নাম হচ্ছে NIGHT GUARD, DAY GUARD এবং GARDENER।

শূন্যপদ: ৩ পদ মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৯ টি মতো।

Category wise vacancy position group D

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সর্বনিম্ন ৮ম অষ্টম শ্রেণী পাস। তবে চাইলে এখানে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক/ গ্রাজুয়েশন স্তরের চাকরি-প্রার্থীরাও আবেদন করতে পারবে।

মাসিক বেতন: উল্লেখিত পদ গুলোতে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন ১৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪৩,৬০০০ টাকা দেওয়া হবে।

নিয়োগ স্থান: পূর্ব বর্ধমান জেলা জজ কোর্ট

বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে চাকরি-প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই তারা এখানে আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরি-প্রার্থীদের প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেখান থেকে আবেদন করার ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে নিচে দেওয়া ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে আবেদন ফরমটি পাঠিয়ে দিতে হবে।

 

আবেদন মূল্য: SC – ১০০ টাকা। অন্যান্য ৩০০ টাকা।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: the District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin code 713101.

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: ইন্টারভিউ দিয়েই কলকাতা মেট্রো রেলে চাকরি

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo