কিছুদিন আগেই খবরে শোনা গেছে যে- ১৯ কেজি, ১৪ কেজি এবং পাঁচ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এবার সাধারণ মানুষের কাছে সেই খবর পৌঁছনোর আগেই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আরেকটা খবর এসে হাজির। নতুন করে যে খবরটা সামনে এসেছে সেটা হলো-আগামী মে মাস থেকেই নাকি বাড়তে চলেছে গ্যাসের দাম। কিন্তু কেন?? জেনে নিন বিস্তারিত।
দেখুন আগামী মে মাস থেকে যে একটু বেশি টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করতে হবে এই খবরটা একেবারেই সত্যি। তবে এর মধ্যে একটা কিন্তু রয়েছে। কিন্তুটা এই যে-সকলের জন্যই যে গ্যাসের দাম বৃদ্ধি পাবে এমনটা কিন্তু একেবারেই নয়। একটি বিশেষ শ্রেণীর মানুষদের জন্যই এই অতিরিক্ত টাকাটা দিতে হবে।
এবার প্রশ্ন হচ্ছে কাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করতে হবে। আমাদের দেশের যে সমস্ত মানুষ Yes Bank & IDFC First Bank’র ক্রেডিট কার্ড ব্যবহার করার মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করে থাকেন, তাদেরকে কিন্তু আগামী মে মাস থেকে গ্যাস বুকিং এর ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত টাকা দিতে হবে।
দুই ব্যাংকের তরফে যে নির্দেশিকা জারি হয়েছে,তা হলো আগামী মে মাস থেকে ইয়েস ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা জলের বিল, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল সহ অন্যান্য বিল অর্থাৎ ইউটিলিটি বিল পে করবেন এবং যাদের সেই বিলের পরিমাণ ১৫ হাজার টাকার বেশি হবে তাদের সেই টাকার উপর ১% সারচার্জ এবং GST দিতে হবে। আবার যারা আইডিএফসি ফাস্ট ব্যাংকের গ্রাহক এবং যাদের ইউটিলিটি বিল ২০ হাজার টাকার বেশি হবে,তাদের ক্ষেত্রে এই একই নিয়ম কার্যকর হবে। ফলে এখানে অতিরিক্ত GST লাগায়, আগামী মে মাস থেকে একটু বেশি দামেই গ্যাস নিতে হবে ইয়েস ব্যাংক এবং আইডিএফসি ফাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের।
আরও পড়ুন: ৩০ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে লক্ষীর ভান্তার! মাথায় হাত মহিলাদের