Saturday, September 14, 2024

লক্ষী ভান্ডার কেন ঢুকছে না? কেউ টাকা পাচ্ছেন কেউ পাচ্ছেন না! ফোন করুন এই নম্বরে, ১০০% সমাধান

২০২১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লক্ষী ভান্ডার প্রকল্প (Laxmi Bhandar Scheme) চালু করেছিলেন। যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য সংরক্ষিত শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের ৫০০ টাকা করে দিচ্ছিলেন। যদিও রাজ্যে লোকসভা নির্বাচনের আগে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল। যেখানে সংরক্ষিত শ্রেণীর মহিলাদের ১২,০০০ টাকা এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা ১,০০০ টাকা পাবেন।

তথ্য অনুযায়ী, এপ্রিল মাস থেকে লক্ষী ভান্ডারের ১,০০০ টাকা এবং ১২,০০০ টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এবং এই টাকা নিজেদের ব্যাংক একাউন্টে (Bank Account) পেয়ে আনন্দে আত্মহারা রাজ্যের মহিলারা। তবে এই আনন্দের মাঝেও রাজ্যে বহু মহিলা আছেন যারা কিনা লক্ষী ভান্ডারে ১০০০ টাকা এবং ১২০০০ টাকা এখনও পাননি। এমনকি সমস্ত কাগজপত্র ঠিক থাকলেও লক্ষী ভান্ডারের টাকা এখনো ঢোকেনি তাদের একাউন্টে। এজন্য মন খারাপ বহু মহিলার।

জানা গিয়েছে, রাজ্যে ২ কোটি মহিলা লক্ষী ভান্ডার প্রকল্পের আওতার মধ্যে আছেন। যারা প্রতিমাসে লক্ষী ভান্ডারের নির্ধারিত টাকা তাদের ব্যাংক একাউন্টে পাচ্ছেন। তবে তথ্য সংক্রান্ত কিছু সমস্যার জন্য ‘দুয়ারে সরকার’ এবং এবারে লক্ষী ভান্ডারের টাকা আটকে গিয়েছে বহু মহিলার। আর এজন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার (helpline number) জারি করা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য। যেই নম্বরে ফোন করে লক্ষী ভান্ডার সমন্ধিত যাবতীয় তথ্য জানতে পারবেন মহিলারা। এবং কোন সমস্যা থাকলে তাও জানিয়ে দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের মহিলাদের জন্য জারি করা সেই হেল্পলাইন নম্বরটি হচ্ছে 9137091370। এই নাম্বারে ফোন করে মমতা দিদির অফিসে যোগাযোগ করলে লক্ষী ভান্ডারের যাবতীয় সাহায্য পাওয়া যাবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাস করলেই ১০,০০০ টাকা

আপনার জন্য
WhatsApp Logo