অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik exam 2024)। যেই ফলাফলের জন্য এতদিন পর্যন্ত লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীরা অপেক্ষা করে ছিলেন সেই দিনটির অবশেষে সমাপ্তি ঘটলো। তবে একটি চিন্তা জনক বিষয় হচ্ছে যে ২০২৪ এ ৫% কমে গেল মাধ্যমিকের পাশের হার। আর এই নিয়ে চিন্তিত বহু মাধ্যমিক পড়ুয়ারা। চলুন আর দেরি না করে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন জেনে নেই।
সম্প্রতি (JAC Matric Result 2024) এর মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ ঝাড়খণ্ডের ম্যাট্রিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে সেই রাজ্যের শিক্ষা বোর্ড। আর ফল প্রকাশের পরেই দেখা গেছে যে ২০২৪ সালে মাধ্যমিকে পাশের হার কমে গেল ৫% শতাংশ। এর আগের বছর মাধ্যমিকের পাশের হার ছিল ৯৫.৩৮ শতাংশ আর চলতি বছরে তা কমে গিয়ে দাঁড়ালো ৯০.৩১ শতাংশে যা চিন্তায় ফেলেছো সেই রাজ্যের শিক্ষা বোর্ড থেকে শুরু করে শিক্ষকদের। জানা গেছে যে ঝাড়খণ্ডে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৬ই ফেব্রুয়ারিতে যা চলেছিল ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
মাধ্যমিকের ফল প্রকাশ করা আগে উৎসুক ছিল ঝাড়খণ্ডের মাধ্যমিক পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক মহল। কিন্তু ১৯ এপ্রিল ফল প্রকাশ হতেই হতাশ হয়েছেন অনেকেই। সংবাদমাধ্যম সূত্রের খবর, ঝাড়খণ্ডের মেট্রিক পরীক্ষায় প্রথম ডিভিশনে পাস করেছেন প্রায় ৫৮% পরীক্ষার্থী। এর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন জোসনা জ্যোতি। তার প্রাপ্ত নম্বর ছিল ৯৯.২%। দ্বিতীয় হয়েছেন সানা সঞ্জরি। তিনি মোট নম্বর পেয়েছেন ৯৮.৬ শতাংশ। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন করিশমা কুমারী এবং সৃষ্টি সোমা।
কিভাবে দেখবেন Jharkhand Academic Council 10th Board Exam এর রেজাল্ট?
শিক্ষার্থীরা jacresults.com, jac.nic.in, jharresults.nic.in, jac.jharkhand.gov.in ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিকের ফল জানতে পারবেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কবে প্রকাশ পাবে মাধ্যমিকের ফল?