এবার সাধারণ মানুষের জন্য বিদ্যুতের বিল কমবে নয় বরং বাড়বে। আগামী মাস থেকেই দিতে হবে বিদ্যুতের বাড়তি খরচ। দেশের কয়েক লক্ষ মানুষকে আগামী মাস থেকেই দিতে হবে প্রতি ইউনিট প্রতি অতিরক্ত দাম। জেনে নিন কাদের আর কতো টাকাই বা অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে।
এই অতিরিক্ত গরমে নাজেহাল বাচ্চা থেকে বয়স্ক সকলেই। সবাই একটু চাইছে পাখা বা AC চালিয়ে নিজেকে ঠান্ডা করে নিতে। এতোদিন সবাই এইভাবে নিজেদের ঠান্ডা রাখার কাজটা করে গেলেও আগামী মাস থেকে হয়তো আমরা এক্ষেত্রে ভিন্ন চিত্র দেখতে পাবো। কারণ বাড়তি বিলের চাপে অনেকেই হয়তো সবসময় ফ্যান, AC চালিয়ে রাখাটা বন্ধ করবেন।
বতর্মানে বিদ্যুতের বিল নিজের ক্ষমতার শোনা যাচ্ছে তাহলে আগামী মে মাস থেকে দেশে প্রায় ৩০ লক্ষ জনগণকে প্রতি ইউনিট প্রতি ০.৭০ টাকার বদলে ১ টাকা ৭০ পয়সা সার চার্জ দিতে হবে।। এই ঘোষণার পর স্বাভাবিক ভাবেই অনেকে চিন্তিত আছেন।
কিন্তু ভালো দিক এটাই যে, সকলের জন্য কিন্তু এই নতুন নিয়ম নয়। দেশের একটা বিশেষ শ্রেণির মানুষের জন্যেই এই নিয়ম লাগু হতে চলেছে। আমার আপনার মতো সাধারণ মানুষ, যারা সরকারি সংস্থা থেকে বিদ্যুৎ নিয়ে থাকেন, তারা এই নিয়মের বাইরে।
দেশের যেই সমস্ত মানুষ যারা আদানির কোম্পানি থেকে ইলেক্ট্রিসিটি নিয়ে থাকেন। আগামী মে মাস থেকে আদানি ইলেক্ট্রিসিটির প্রায় ৩০ লক্ষ মানুষকে অতিরিক্ত এই বিদ্যুৎ বিল দিতে হবে।।
আরও পড়ুন: সবার প্রয়োজনে মোদী সরকার, এই শর্ত মানলেই মিলবে ২০ লক্ষ টাকার লোন