Saturday, September 14, 2024

২৬,০০০ জন অতীত! এবার চাকরি হারাচ্ছেন ৫৫০১ জন সরকারি কর্মী! বড় রায় দিল উঠে আসলো

রাজ্যে এক ধাক্কায় প্রায় বেকার ২৬,০০০ জন ছেলে-মেয়ে। আদালতের এই রায়ের পরেই সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। যদিও আদালতের তরফ থেকে SSC (School service commission) কে নির্দেশ দেওয়া হয়েছে যে আবারও নতুন করে স্বচ্ছ নিয়োগের আয়োজন করতে। যাতে যোগ্য প্রার্থীদের চাকরিতে ফেরানো যায়। তবে এর মধ্যেই আবার নতুন করে চাকরি বাতিলের খবর উঠে আসছে। জানা গেছে যে এবারে ২৬,৭৫৩ জনের পর চাকরি যেতে চলেছে আরও ৫৫০১ জনের!

চাকরি যাবে ৫৫০১ জনের! তবে এই খবরটি আমাদের পশ্চিমবঙ্গের নয়। মূলত কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আধা সেনাবাহিনীতে নিয়োগের ব্যাপক দুর্নীতি করা হয়। আর এই দুর্নীতির সঙ্গে সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের। ফলে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এই ৫৫০১ জনের চাকরি বাতিলের খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা কিনা কেন্দ্রীয় সরকারের আধা সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি করে চাকরি পেয়েছেন।

Female job sneakers

সংবাদ মাধ্যম সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আধা সেনাবাহিনীতে ২০২১ এবং ২০২২ সালে প্রচুর দুর্নীতি হয়েছে। যারা ঐ সালে চাকরি পেয়েছিলেন তারা নাকি জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন। আর এর মধ্যে বেশিভাগ চাকরি -প্রার্থীরাই বিহার এবং উত্তর প্রদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান বলে অভিযোগ আনা হয়। আর এই নিয়ে বাংলা পক্ষ (Bangla Pokkho) কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আন্দোলনের সামিল হন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সূত্রের খবর, ২০২১ সালে আধা সামরিক বাহিনীতে চাকরি পেয়েছিলেন মোট ৩,৬২৭ জন অপরদিকে ২০২২ সালে ১,৮৭৪ জন চাকরি পেয়েছেন ওই একই দপ্তরে। আর এই ৫৫০১ জনের বিরুদ্ধেই মূলত দুর্নীতি করার অভিযোগ। ফলে এই তথ্য বেরিয়ে আসার পর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক ২০২১ ও ২০২২ সালের নিয়োগের সম্পুর্ন তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। তবে এখন দেখার বিষয় যে আধা সামরিক বাহিনীতে দুর্নীতির কারণে ঐ ৫৫০১ জনের চাকরি বাতিল হয় কিনা। এবং আদালতের কি রায় আসে তা দেখার বিষয়।

আপনার জন্য
WhatsApp Logo