সামনেই লোকসভা ভোট রয়েছে। তাই শোনা যাচ্ছে- নতুন করে নাকি আবার অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন। অর্থাৎ যাদের এখনও পযর্ন্ত পাকা বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ হয়নি,তাদের স্বপ্ন পূরণ হতে পারে এবার। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট। দেখে নিন আপনি কিভাবে চেক করতে পারেন সেই লিস্ট (2024 PM Awas Yojana List Name Check) টা আপনার নাম আছে কিনা।
সাধারণ দরিদ্র মানুষকে যাতে ঝড় বৃষ্টির দিনে কষ্ট না করতে হয়, দরিদ্র মানুষরাও যাতে নিজের পছন্দ বাড়ি তৈরি করতে পারে, সেজন্য ১৯৮৫ সালে রাজিব গান্ধীর সময় শুরু করা হয়েছিল ইন্দিরা আবাস যোজনা (Indira Awas Yojana) । দরিদ্র মানুষদের পাকা বাড়ি তৈরির জন্য তখন মোটা অংকের টাকা দেওয়া হতো এই যোজনায়। ২০১৫ সালে মোদীর সরকার সেই যোজনার নাম পরিবর্তন করে নতুন নাম রাখে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বর্তমানে এই যোজনায় সরকার থেকে ১২,০০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে।
আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা মোট তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ৫০,০০০ টাকা এবং সর্বশেষে তিন নম্বর কিস্তিতে পাওয়া যায় ১০,০০০ টাকা।। এবার, যারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের অবশ্যই আগের চেক করে নিতে হবে যে লিস্টে তাদের নাম রয়েছে কিনা।
কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে নিজের নাম চেক করবেন?
PM আবাস যোজনা 2023-24 লিস্টে নিজের নাম চেক করতে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. প্রথমে https://pmaymis.gov.in/ ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২. এরপর Awaassoft অপশনে ক্লিক করলে আপনি Report অপশন পাবেন।
৩. সেই রিপোর্ট অপশনে অধীনে গিয়ে Beneficiary details for verification অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর সেখানে আপনাকে নিজের রাজ্য, জেলা, ব্লক, এবং গ্রাম পঞ্চায়েতের নাম সহ করে আপনি কোন বছরের আবাস যোজনা লিস্ট দেখতে চান সেটা সিলেক্ট করে সাবমিট করতে হবে।
৫. সালের জায়গায় ২০২৩-২৪ সিলেক্ট করে সাবমিট করলে আপনার সামনে একটি লিস্ট বের হয়ে আসবে। সেই লিস্টে আপনাকে নিজের নাম চেক করতে হবে। যদি সেখানে আপনার নাম থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনিও প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ দুই হাজার টাকা পাবেন।।
আরও পড়ুন: লক্ষী ভান্ডার ঢুকছে না? এই নম্বরে ফোন করুন।