ভারতীয় রেলের বিরাট নিয়োগ ( Indian Railway recruitmen)। রেলের তরফ থেকে ইতিমধ্যে ৯,১৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে নারী এবং পুরুষ নির্বিশেষে চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি ভারতীয় রেলে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন বিস্তারিত পড়ুন প্রতিবেদনটি।
পদের নাম এবং শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে পদের নাম হচ্ছে Technician Grade-I ও Technician Grade-III। শূন্যপদ সংখ্যা রয়েছে ৯,১৪৪ টি।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে ১/০৭/২০২৪ অনুসারে ১৮ থেকে ৩৫ বছর। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: রেলের উক্ত দুটি পদ Technician Grade-I ও Technician Grade-III পদের জন্য শিক্ষাগত যোগ্যতা! এই সংক্রান্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন: রেলে Technician Grade-I পদে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে ২৯,২০০ টাকা এবং Technician Grade-III পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের ৮/০৪/২০২৪ তারিখের মধ্যে RRB এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও চাকরি-প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই একবার ভালো করে পড়ে নিবেন।
নিয়োগ স্থান: সারা দেশে।
আবেদন মূল্য: ST/SC/OBC/EWS – 250 টাকা এবং বাকিরা 500 টাকা।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: প্রার্থীর আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং বয়সের ছাড় পেতে কাস্ট হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন: ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলের কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ। শেষ তারিখ ৯/০৪/২০২৪।