লটারি লাগলো সরকারি কর্মীদের, DA অতীত! বাড়ানো হলো এই ২ সুবিধা, এক ধাক্কায় বেতন বৃদ্ধি

কিছুদিন আগেই আমরা দেখেছি যে সরকারি কর্মচারীদের খুশি করতে কেন্দ্র সরকার তাদের মহার্ঘ ভাতা আরও ৪% বাড়িয়েছে। ফলে বতর্মানে তাদের DA এর পরিমাণ ৫০%। আবার পশ্চিমবঙ্গ সরকারও বেশ কয়েকটি সরকারি পদের বেতনও বাড়িয়েছে। এবার এসবের বাইরেও কিন্তু কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা দিতে চলেছে। সরকারের সেই অতিরিক্ত সেই সুবিধা গুলো সম্পর্কে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।



DA- বৃদ্ধি করা ছাড়াও কেন্দ্র সরকার যে সুবিধা গুলো দিতে চলেছে, তা হলো- প্রথমত গ্র্যাচুইটি, দ্বিতীয়ত House Rent Allowence এবং তৃতীয়ত আরও অতিরিক্ত কিছু ভাতা। এবার কোন ক্ষেত্রে ঠিক কত শতাংশ ভাতা বাড়ানো হয়েছে, তা নিম্নে আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথমত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে সুবিধা গুলো নতুন করে পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভ্রমণের ভাতা ক্যান্টিন ভাতা এবং ডেপুটেশন অ্যালাওয়েন্স। সরকারি কর্মচারীদের জন্য কিন্তু কেন্দ্র সরকার এসব ক্ষেত্রে ২৫ % ভাতা বৃদ্ধি করেছে।

এটা ছাড়াও যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা কিন্তু এবার থেকে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবেন। X, Y & Z ক্যাটেগরীর কর্মচারীদের জন্য HRA বৃদ্ধি করা হয়েছে। X ক্যাটেগরীর কর্মচারীদের জন্য ৩%, Y ক্যাটেগরীর কর্মচারীদের জন্য ২% এবং Z ক্যাটেগরীর কর্মচারীদের জন্য ১% HRA বৃদ্ধি করা হয়েছে।।



এবার জেনে নিন যে ঠিক কী পরিমাণ গ্র্যাচুইটি বাড়ানো হয়েছে। গ্র্যাচুইটি বলতে বোঝায় সরকারি কর্মচারীর অবসর গ্রহণের সময় সে কী পরিমাণ ভাতা সরকারের কাছ থেকে পাবে। কেন্দ্র সরকারের তরফে এক ধাক্কায় এবার ৫ লক্ষ টাকা গ্রাচুইটি বৃদ্ধি করা হয়েছে। ৫ লক্ষ টাকা বাড়ানোর পরে এখন থেকে কেন্দ্র সরকারের কর্মচারীরা একেবারে ২৫ লক্ষ টাকা গ্রাচুরিটি হিসেবে পাবেন।

আরও পড়ুন: ভোটের আগে ফের 4 শতাংশ DA বাড়লো সরকারি কর্মীদের 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment