Saturday, July 27, 2024

ভাঙ্গা বাড়ি মেরামত করার জন্য টাকা দিচ্ছে সরকার! জেনে নিন আবেদন পদ্ধতি

রাজ্য সরকারের এমন একটা প্রকল্প রয়েছে, যেই প্রকল্পে কিছুদিন আগে পর্যন্ত সাধারণ মানুষ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতো। এবার লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আরও ৩০ হাজার টাকা বাড়িয়ে মোট টাকার পরিমাণ করা হয়েছে ৮০,০০০ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন প্রকল্পে আবার রাজ্য সরকার এত টাকা দিয়ে থাকে? আর কাদেরই বা দিয়ে থাকে?

দেখুন প্রকল্প রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের! যেসব প্রকল্পে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে, সেই প্রকল্প গুলোর মধ্যে বেশিরভাগ প্রকল্প হিসেবে থাকে দেশের দরিদ্র শ্রেণীর (BPL) মানুষের জন্য। যেহেতু এই প্রকল্পেও টাকার পরিমাণ বলতে গেলে অনেক বেশি?সেই কারণে এই প্রকল্পও কিন্তু দেশের সকল শ্রেণীর মানুষের জন্য নয় শুধুমাত্র বিপিএল পরিবার গুলোর জন্যই।

তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু বি.পি.এল পরিবারগুলোকেও কিছু শর্ত পূরণ করতে হয়। শর্তের মধ্যে এটাই যে- যেই পরিবার এই প্রকল্পের জন্য আবেদন করবে তাদের বাড়ি এমন হতো হবে যে- তাদের বাড়ির অবস্থা ভালো নয় এবং অন্ততপক্ষে ১০ বছর ধরে বারি মেরামত করা হয়নি কিন্তু মেরামতের প্রয়োজন। যাদের বাড়ি ঘরের অবস্থা এমন শুধুমাত্র সেই সমস্ত বিপিএল পরিবার এই প্রকল্পে আবেদন করলে ৮০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে- এই প্রকল্প কিন্তু দেশের সব রাজ্যের জন্য কার্যকর নয়। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও কিন্তু বিপিএল মানুষদের জন্য এই প্রকল্প চালু করা হয়নি। এই প্রকল্প বর্তমানে যে আছে চালু রয়েছে তা হলো হরিয়ানা। হরিয়ানা রাজ্য সরকার-ই রাজ্যের জনগণদের জন্য এই প্রকল্প অনেক আগেই চালু করেছিল। এখন লোকসভা ভোটের আগে তাতে কিছুমাত্র সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন: বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ৩৬,০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার 

আপনার জন্য
WhatsApp Logo