Monday, October 14, 2024

মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ, ২টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে সঙ্গে মিলবে ৬,০০০/- টাকা! দুর্দান্ত প্রকল্প ঘোষণা কেন্দ্রের

সম্প্রতি কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য এমন একটি প্রকল্প ঘোষণা করেছে যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। বলা হচ্ছে এই প্রকল্পে প্রতিবছর বাড়ির মহিলাদের ১৮০০০ টাকা; দুটি গ্যাস সিলিন্ডার এবং সেই সঙ্গে বাড়িতে থাকা পড়ুয়াদের বার্ষিক ৩০০০ টাকাও দেওয়া হবে। কেন্দ্র সরকারের এই বহুমুখী সুবিধা দানকারী প্রকল্প সম্পর্কেই বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

 

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিশেষ প্রকল্প সম্পর্কে জানিয়েছেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মা সম্মান যোজনা’। মা সম্মান যোজনা আবার প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার সঙ্গে যুক্ত। অমিত শাহ জানিয়েছেন মা সম্মান যোজনায় সরকার প্রতি বছর বাড়ির প্রবীণতম মহিলা সদস্যদের ১৮ হাজার টাকা আর্থিক সাহায্য দেবেন। সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জল যোজনার মাধ্যমে প্রতিবছর দুটো গ্যাস সিলিন্ডারও বিনামূল্যে দেওয়া হবে।

 

এছাড়াও এই প্রকল্পের সুবিধাপ্রাপ্ত পরিবারে থাকা পড়ুয়াদের যাতে আর্থিক সমস্যার কারণে পড়াশোনার কোনো বাধা সৃষ্টি না হয়,সেজন্য তাদের প্রতি বছর ৩,০০০ টাকা আর্থিক সাহায্যেও দেওয়া হবে। আপাতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরের সাধারণ জনগণের জন্য এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সামনেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের আগে জনগণকে বিশেষভাবে সহায়তা বা প্রভাবিত করতেই হয়তো সরকারের এই বিশেষ প্রকল্প।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo