Saturday, July 27, 2024

সিনিয়র সিটিজেনদের জন্য বড় খবর, মাস গেলে একাউন্টে ঢুকবে ৭০,০০০ টাকা! নাম লেখান এই প্রকল্প

কেন্দ্র সরকার ভারতীয় প্রবীন নাগরিকদের জন্য এমন কিছু জিনিস চালু করেছে, যার মাধ্যমে কিন্তু ভারতীয় নাগরিকরা কোনো কাজ না করেও প্রতি মাসে ৭০ হাজার টাকার বেশি রোজগার করতে পারেন। বিষয়টা শুনে ধাপ্পাবাজি মনে হলেও বিষয়টা কিন্তু একেবারেই মিথ্যে নয়। কেন্দ্র সরকারের চালু করা কিছু স্কিম রয়েছে, যেখানে আপনি স্বল্প কিছু বিনিয়োগ করে সত্যিই কিন্তু সত্তর হাজার টাকার বেশি রোজগার করতে পারেন। কিন্তু কী করে? সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে।

নরেন্দ্র মোদি সরকার বেশিরভাগ ক্ষেত্রেই এদেশের বয়স্ক নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সেভিংস স্কিম নিয়ে আসে। কারণ তাদের এই বয়সে এসে খেটে খাওয়ার ক্ষমতা থাকে না। সিনিয়র সিটিজেনদের জন্য দেশে বর্তমানে, Senior Citizen Savings Scheme, Post Office Monthly Income Scheme, মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র (MSSC) এবং Pradhan Mantri vhaiya vandana Yojana- এর মতো আরও অন্যান্য সরকারি প্রকল্প আছে। এতে বিনিয়োগ করলে আপনি বেশ ভালো একটা রিটার্ন পাবেন।

যেমন ধরুন, SCSS-এ ৮% হারে সুদ, POMIS স্কিমে ৭.১% হারে সুদ, MSSC স্কিমে আবার সুদের হার ৭.৫%। এছাড়াও, PMVVY স্কিমে ৭.৪% হারে সুদ পাওয়া যায়। তো এই হিসাবে যদি আপনি মোট ১.১ কোটি টাকা, এই সকল অ্যাকাউন্টে বিনিয়োগ করেন, তাহলে আপনি SCSS স্কিম থেকে ২৪ হাজার, POMIS স্কিম থেকে ৬ হাজারের বেশি, MSSC স্কিম থেকে দেড় হাজার টাকা এবং PMVVY স্কিম থেকে পাবেন ২২ হাজার টাকা। এইভাবে আপনার মোট মাসে আয় হবে ৭৪ হাজার টাকার বেশি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: বাতিল হয়ে যাবে আধার কার্ড, বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে কেন্দ্র।

আপনার জন্য
WhatsApp Logo