বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড, চিঠি যাচ্ছে বাড়িতে বাড়িতে! বিপদে পড়ার আগে জেনে নিন করনিয়

আধার কার্ড চালু হবার পর থেকে এর গুরুত্ব বরাবরই বেড়েছে। বর্তমানে যে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা না বললেই নয়। কারণ একটি আধার কার্ড ছাড়া বর্তমানে কোন সরকারি কাজ ও বেসরকারি কাজের সুবিধার পাওয়া যায় না। তবে এই আধার কার্ডই এখন বাতিলের মুখে বহু মানুষের। এজন্য আধার কার্ড বাতিল হবার আগে সকলের বাড়িতে বাড়িতে চিঠি যাচ্ছে। চলুন জেনে নিই হঠাৎ কি হলো যে বহু মানুষের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে?

তথ্য অনুযায়ী দেশে প্রায় আধার কার্ড ধারীদের সংখ্যা ১৩৯ কোটিরও বেশি। কিন্তু এদের মধ্যে বহু মানুষ আছেন যারা কিনা নিজেদের আধার কার্ড আপডেট (Aadhaar card Update) করেননি। অর্থাৎ আধার কার্ড চালু হবার পরে যারা একটি বারের জন্য হলেও নিজের আধার কার্ড আপডেট করেননি, ১০ বছরের পুরনো আধার কার্ড update/KYC করাননি তাদের আধার কার্ড বাতিল হয়ে যাবে। আর এই আধার কার্ড বাতিল হয়ে গেলে যে কোন সরকারি প্রকল্পের সুবিধা (Government scheme) সহ ব্যাংক একাউন্ট খোলা, জমি ক্রয়-বিক্রয় এবং নতুন সিম কার্ড নিতে সমস্যায় পড়বেন বহু মানুষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড বাতিল হবার আগে বাড়িতে চিঠি যাচ্ছে। এই চিঠি পশ্চিমবঙ্গের আঞ্চলিক আধার অফিস রাঁচি থেকে পাঠানো হচ্ছে। অর্থাৎ যাদের বাড়িতে ইতিপূর্বে চিচি পাঠানো হয়েছে তাদের আধার কার্ড deactivate/ বাতিল করে দেয়া হবে UIDAI তরফ থেকে। ফলে তারা প্রচুর পরিমাণে সমস্যার মুখে পড়তে চলেছেন। তবে আধার কার্ড deactivate থেকে active করার একটি সুযোগ তাদের দেওয়া হবে। আর তা হলো নিকটবর্তী আধার সেবা কেন্দ্র অথবা CSC সেন্টারে গিয়ে নিজের ১০ বছরের পুরনো আধার কার্ডটি আপডেট বা KYC করিয়ে নিতে হবে যথা সম্ভব। আর তাহলেই বন্ধ হয়ে যাওয়া আধার কার্ড পুনরায় সক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন: নিজের বাড়িতে খুলুন আধার সেবা কেন্দ্র, কামান মোটা টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment