আধার নিয়ে আর চিন্তা নয়, বাতিল আধার কার্ড চালু করার দায়িত্ব নিল পশ্চিমবঙ্গ সরকার! করতে হবে এই কাজ

বতর্মানে একটা বিষয় খুব ভয়ংকর ভাবে সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে। বিষয় আর কিছুই না সেটা হচ্ছে সাধারণ মানুষের আধার কার্ড (Aadhar card Deactivate) বন্ধ হয়ে যাওয়া। কী কারণে আধার কার্ড বন্ধ হচ্ছে সেটা সকলেরই জানা। কিন্তু যেটা মানুষের বেশিরভাগের জানা নেই সেটা হলো- আধার কার্ড বন্ধ হয়ে গেলে ঠিক কী হবে? সত্যিই কি কোনো সমস্যায় পড়তে হবে? আর বন্ধ হয়ে গেলে ঠিক কী করতে হবে?

তো এই বিষয় গুলোই আজকে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। 

যেহেতু বতর্মানে ভারতের সাধারন নাগরিকদের সবচেয়ে বড়ো পরিচয়পত্র হচ্ছে আধার কার্ড এবং এই আধার কার্ড অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, যেমন- ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদির সঙ্গে লিঙ্ক করানো, তাই এখানে একটা বড়ো ভয় কাজ করে যে, আধার কার্ড বন্ধ হয়ে গেলে কী সত্যিই ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড, প্যান কার্ড এগুলোও কি বন্ধ হয়ে যাবে? এবার ইতিমধ্যে অনেকের কাছে আধার কার্ড বন্ধ নিয়ে চিঠিও এসে গেছে। এতে ভয় আরও বেড়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার যারা আধার কার্ড বন্ধ নিয়ে আতঙ্কে রয়েছেন,,তাদের জন্য রয়েছে ভালো খবর। রাজ্যের মূখ্যমন্ত্রী সম্প্রতি এমনই এক ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কারোর যদি আধার কার্ড বন্ধের চিঠি আসে এবং কারোর কার্ড বন্ধ হয়ে যায়- তাহলে রাজ্যে সরকার তার নতুন আধার কার্ড করে দেবে। সেই সঙ্গে, আধার কার্ডের সাথে যুক্ত কোনো পরিসেবা থেকেই সে বঞ্চিত হবে না।

এবার এর সাথে আরও একটা জিনিস আছে। সেটা হচ্ছে- সান্তনু ঠাকুরও সাধারণ মানুষকে আধার কার্ডের বিষয়ে সাহায্য করার কথা বলেছেন। তিনি বলেছেন, যদি কেউ তার আধার কার্ডের যেকোনো সমস্যা নিয়ে ‘aadharsthakurbari@gmail.com‘- ইমেইল করেন অথবা ‘9647534453’ নম্বরে হোয়াটসঅ্যাপ করেন, তাহলে তিনিও কিন্তু খুব সহজেই সাহায্য পাবেন।।

আরও পড়ুন: রাজ্যের ১ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার সরঞ্জাম দেবে পশ্চিমবঙ্গ সরকার 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment