বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, ১ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার সরঞ্জাম! আবেদন পদ্ধতি জেনে নিন

আমাদের রাজ্যে এমন বহু পরিবার রয়েছে যাদের গ্যাস সিলিন্ডার (LPG gas cylinder) প্রয়োজন কিন্তু আর্থিক অভাবের কারণে তারা সেটা কিনতে পারছে না। টাকার অভাবে যেই সমস্ত পরিবার গ্যাস সিলিন্ডার নিতে পারছে না এবং গ্যাস না পাওয়ার সমস্যায় ভুগছে, তাদের মুখে এবার হাসি ফুটতে চলেছে পশ্চিমবঙ্গের সরকার (West Bengal government)। কিন্তু কেন আর কিভাবে?? জেনে নিন বিস্তারিত।।

২০১৬ সালে কেন্দ্র সরকার দেশের জনগণকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য উজ্জ্বল যোজনা (Ujjwal Yojana) চালু করেছিল। তখন অনেকে গ্যাস পেয়ে গেলেও, বতর্মানে গ্যাসের দাম অনেক বেড়ে যাওয়ায় অনেক পরিবারই বাড়িতে গ্যাস সিলিন্ডার তুলতে পারছেন না। আর এই সংখ্যা অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যের এরূপ পরিবারের সংখ্যা নেহাত কম নয়।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্যাস না থাকায় পরিবারের মহিলাদের কষ্ট করেই উনুনের আগুনে রান্না করতে হয়। আর এতে একদিকে যেমন সেই মহিলার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে ঠিক সেইরকম দূষিত হচ্ছে পরিবেশ। তাই এই দুই ক্ষতির হাত থেকে বাঁচাতে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বিরাট সিদ্ধান্ত । জানা গেছে এবার রাজ্যের মা বোনদের বিনামূল্যে ধোঁয়াহীন উনোন দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এই উনোনে যা কিছুই রান্না হোক না কেন কোন ধোঁয়া হবে না, ফলে মহিলাদের স্বাস্থ্যের কোন ক্ষতি হবে না এবং পরিবেশও  দূষণ মুক্ত থাকবে।

কিছুদিন আগে রাজ্যের বাজেট পেশ হয়েছে। তখন ঘোষণা করা হয় যে সরকারের তরফে রাজ্যের প্রায় ১,০০,০০,০০০ পরিবারকে ধোঁয়াহীন ওভেন দেওয়া হবে। তবে এর সুবিধা শুধুমাত্র BPL পরিবার গুলোই পাবেন। নিজেদের BDO Office-এ গিয়ে যোগাযোগ করে ধোঁয়াহীন ওভেনের জন্য আবেদন করতে পারবেন তারা। আপাতত রাজ্যের কলকাতা, হাওড়া পশ্চিম বর্ধমানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই প্রকল্প। তবে আশা করা যায় শীঘ্রই সব জায়গায় চালু করা হবে এই সুবিধা।

আরও পড়ুন: বেকারদের চাকরী না পাওয়া পর্যন্ত প্রতি তাদের ১,৫০০ টাকা দেবে রাজ্যে সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment