স্কুলব্যাগের দিন শেষ, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বড় ঘোষণা! নিতে হবেনা আর স্কুল ব্যাগ

প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে একটা দারুন সুখবর। কারণ, এবার থেকে তাদের জন্য প্রতি সপ্তাহে এমন একটা করে দিন আসতে চলেছে, যেইদিন তাদের আনন্দ করা ছড়া আর কোনো কাজই থাকবেনা। কিন্তু কেন একথা বলছি? জানতে বিস্তারিত পড়ুন।

ছোট হোক বা বড়! স্কুল পড়ুয়া সকলের কাছে একটা খারাপ লাগার বিষয় হলো ভারী ভারী ব্যাগ বহন করা। এবার এই বিষয়টা কারও পছন্দ না হলেও সকলকেই এই বিষয়টার মধ্য দিয়ে যেতে হয়। সকলকেই নিজের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সকল বিষয়ের বই খাতা ব্যাগ ভর্তি করে নিতেই হয়। এতে শিক্ষার্থীদের খারাপ লাগা থাকলেও তাদের কিছু করার থাকে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু এবার থেকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে- সরকার শিক্ষার্থীদের এই জিনিসটা থেকে সপ্তাহে অন্ততপক্ষে একটা দিন মুক্তি দেবে। প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদেত অন্ততপক্ষে এমন একটা দিন উপহার হিসেবে দেওয়া হবে,যেদিন তাদের আর স্কুলের ব্যাগ ভর্তি করে বই নিয়ে হবে না। আর নাতো সেদিন তাদের পড়াশোনার চাপ নিতে হবে।

School

ছাত্রছাত্রীরা প্রতি সপ্তাহে এমন একটা দিন পাবে যেদিন তাদের স্কুলে পড়াশোনার বদলে সেদিন সারাদিন খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা কাটাবে। এতে যেমন তাদের উপর থেকে পড়াশোনার কিছুটা মানসিক চাপ কমবে, ঠিক সেরকমই তাদের পড়াশোনা এবং স্কুলের প্রতি আকর্ষণও বৃদ্ধি পাবে।। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে- এখনই কিন্তু দেশের সব রাজ্যে এই নিয়োগ শুরু করা হয়নি আপাতত শুধুমাত্র মধ্যপ্রদেশের সরকার-ই এই ঘোষণা করেছে।

আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে Bagless School নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে। এ নিয়মানুযায়ী মধ্যপ্রদেশ সরকারের দেওয়া নোটিসে বলা হয়েচে ক্লাস 1 এবং 2 এর বাচ্চাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ ব্যাগের ওজন হবে, যথাক্রমে 1.6 থেকে 2.2 কেজি। ক্লাস 3 এবং 4 এর বাচ্চাদের ব্যাগের ওজন হবে, 1.7 থেকে 2.5কেজি। ক্লাস 6 থেকে 7 এর বাচ্চাদের ব্যাগের ওজন হবে সর্বোচ্চ 3 কেজি, 8 এর হবে 2.5 কেজি থেকে 4 কেজি এবং নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাগের ওজন হবে সর্বোচ্চ 4 কেজি।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment