Saturday, July 27, 2024

দিতে হবেনা কোন পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ! ঝটপট করুন আবেদন

চাকরিপ্রার্থীদের জন্য ফের একবার সুখবর। সম্প্রতি AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড তথা AIASL এর তরফ থেকে পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষ বোস এয়ারপোর্টের প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি এয়ারপোর্টে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সম্পুর্ন পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ হবে: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান: কলকাতা নেতাজি সুভাষ বোস এয়ারপোর্ট Kolkata (CCU)।

শূন্যপদ: সব মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১০০ টির মতো। যোগ্য চাকরিপ্রার্থীরা সবাই এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি যে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কতো চাওয়া হয়েছে। তবে মোটামুটি সবাই উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ হলেই এয়ারপোর্টের উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

Kolkata CCU Sallary-chart

মাসিক বেতন: চাকরিপ্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ১২,০০০ টাকা। এই টাকা প্রতিমাসে চাকরিপ্রার্থীদের Stipend মারফত দেয়া হবে এবং ট্রেনিং চলবে ১১ মাস।

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ বছরের উর্ধ্বে হলেই এখানে তারা আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩/২/২০২৪ তারিখে মধ্যে নিচে দেয়া ইমেইল ঠিকানায় নিজের CV, আধার কার্ড এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি পাঠিয়ে দিয়ে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: erhr_incharge@aiasl.in এবং hrd.ccu@aiasl.in

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে ২৮৬০ টি শূন্যপদ কর্মী নিয়োগ।

আপনার জন্য
WhatsApp Logo