Saturday, July 27, 2024

উঠে যাবে পড়াশুনার সব খরচ, বছরে ১ লক্ষ টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা! এভাবে করুন আবেদন

রতন টাটাকে (Ratan Tata) চেনেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। রতন টাটা তার Tata Group এবং তার দয়ালু মনোভাবের জন্য ভারত সহ পুরো বিশ্বে পরিচিত। রতন টাটা তার আয় করা ৯০ শতাংশই দান করে দেন দেশের স্বার্থে। এজন্য রতন টাটা পুরো ভারতের মানুষের কাছে চোখের নয়ন মনি। জানা গেছে যে, এবারে রতন টাটা পড়ুয়াদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে তাদের মোটা টাকার স্কলারশিপ (scholarship) দিচ্ছে। তাই আপনি একজন পড়ুয়া হয়ে থাকেন এবং এই স্কলারশিপ পেতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

জানা গেছে যে, রতন টাটা তার টাটা স্টিল স্কলারশিপের (Tata steel scholarship Downstream Products Limited বা TSDPL) মাধ্যমে পড়ুয়াদের মোটা অংকের স্কলারশিপ দিচ্ছেন। যা বছরে প্রায় ১ লক্ষ টাকা। তার কারণ হচ্ছে বর্তমানে টাটা স্টিল তাদের সিলভার জুবিলি উদযাপন করছে তাই টাটা স্টিলের পক্ষ থেকে পড়ুয়াদের এই স্কলারশিপ দেয়া হচ্ছে। পড়ুয়াদের যাতে পড়াশোনা করতে কোনরকম কোন আর্থিক সমস্যার মধ্যে পড়তে না হয় এজন্য টাটা স্টিলের পক্ষ থেকে জামশেদপুর, কলিঙ্গ নগর, পাটনানগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই এবং কলকাতা সহ প্রভৃতির শহরে অবস্থিত শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে সমস্ত পড়ুয়াদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম তারাই এই টাটা স্টিল স্কলারশিপের পাবার উপযুক্ত। সেই সাথে যে পড়ুয়াদের মাধ্যমিকে- উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর রয়েছে তাঁরাই এই স্কলারশিপ পাবেন। একই সাথে যে সমস্ত পড়ুয়ারা সরকারি প্রতিষ্ঠান থেকে আইটিআই বা ডিপ্লোমা করেছেন কিংবা বর্তমানে যাদের নার্সিং ডিগ্রি, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, এমবিবিএস, বিডিএস প্রভৃতি স্নাতক মেডিকেল কোর্স ডিগ্রি রয়েছে তারাই এই স্কলারশিপের টাকা পাবেন। এছাড়াও যারা উচ্চ শিক্ষা স্তরে পড়াশোনা করছে তারা টাটা স্টিলের স্কলারশিপ পাবে।

Students

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এভাবে করুন আবেদনঃ

আপনি যদি টাটা স্টিলের এই স্কলারশিপ পেতে চান এর জন্য আপনাকে ২১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে টাটা স্টিলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.tsdpl.in/ যেতে হবে। এরপর সেখানে নিজেকে নিবদ্ধ করতে হবে। এরপর আবেদনের ফর্মটি bank account সহ পুরণ করে জমা দিতে হবে। এরপর স্কলার্শিপ পাবার পরবর্তী প্রসেস শুরু হবে। তবে আপনি যদি নিজের মোবাইল থেকে Tata Steel স্কলারশিপের জন্য আবেদন করতে না পারেন তাহলে আপনি নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo