Wednesday, September 18, 2024

সরাসরি ধাক্কা খেলে ১৭০ কোটি জনতা! নতুন বছরে পাল্টে গেল ৬ নিয়ম, বিপদে বহু মানুষ

প্রতিবছরই দেখা যায় যে বছর পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশে সরকারি কাজ এবং সরকারি নিয়মের ক্ষেত্রেও পরিবর্তন ঘটে। অন্যান্য বছরের মতো এবারও সেই একই ধারা মেনে- একটা দুটো নয়, বরং ছয়-ছয়টা জায়গায় সরকারি নিয়মের পরিবর্তিত হতে চলেছে এই মাস থেকে। কিন্তু কোন কোন নিয়মে আবার পরিবর্তন আসলো এবার? জেনে নিন বিস্তারিত।

প্রথমত : রান্নার গ্যাসের দাম- প্রথমেই জেনে নিন আমাদের নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের ক্ষেত্রে কী পরিবর্তন হতে চলেছে। রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে বিরাট পরিবর্তন হতে চলেছে। কারণ এখন থেকে ভর্তুকি মূল্য বাদে, ৫০০ টাকার বদলে রান্নার গ্যাস পাওয়া যাবে মাত্র ৪৫০ টাকায়। রাজস্থানে সরকার পরিবর্তনের সাথে সাথেই এই ঘোষণা করা হয়েছিল। এবার থেকেই এই নিয়মই থাকবে সেই রাজ্যে।

দ্বিতীয়ত : UPI আইডি বন্ধ – Phone Pay, Paytm , Google Pay- এর মতো অন্যান্য যেসব UPI Account- এ দীর্ঘদিন থেকে বা বলতে গেলে গত এক বছর ধরে কোনো আর্থিক লেনদেন হয়নি, সেই সমস্ত ইউপিআই আইডি এবার National Payments Corporation of India’ নির্দেশে এই মাসের প্রথম তারিখেই সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Governor of the Reserve Bank of India Shaktikanta Das customise picture

 

তৃতীয়ত : আয়কর না জমা করা জরিমানা – যারা নির্দিষ্ট সময়েও আয়কর জমা করতে পারেননি তাদের জন্য ৩১শে ডিসেম্বর পযর্ন্ত শেষ সময় দেওয়া হয়েছিল নিজেদের আয়কর রিটার্ন জমা করার জন্য। কিন্তু এরপরেও অনেকে আছেন যারা সেই সময়েও আয়কর রিটার্ন দাখিল করেননি। ফলে তাদের প্রত্যেককে ২০২৪ থেকে তাদের আয়করের পরিমাণ সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমান দিতে হবে।।

চতুর্থ : সিমকার্ড নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম – এই মাস থেকেই আবার সিমকার্ড ডিস্ট্রিবিউটরদের এবং সাধারণ মানুষ যারা নতুন সিমকার্ড নেবেন তাদের জন্য নতুন নিয়ম জারি হতে চলেছে। যারা সিমকার্ড ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ করেন তাদের এবার থেকে কাজ শুরু করার এক বছরের মধ্যেই রেজিস্টেশন করাতে হবে। অন্যদিকে যারা নিজেদের ব্যবহারের জন্য সিম নেবেন তাদের অফলাইন KYC এর বদলে সম্পূর্ণ অনলাইনে KYC করাতে হবে।।

পঞ্চম : SBI তে সুদের পরিবর্তন – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং যারা ২০২৩ এর ডিসেম্বরের মধ্যেই SBI তে অমৃত কলস স্কিমে FD-এ টাকা জমা করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। কারণ SBI এবার ২০২৩ পযর্ন্ত এই স্কিমে যারা টাকা জমা করেছেন তাদের জকনা করা রাশি বা অ্যামাউন্টের উপর ৭.১% সুদ দিতে চলেছে।

ষষ্ঠ : জ্বালানির দামের পরিবর্তন – যদিও এটা কাম্য নয় তবুও বলতে হচ্ছে- এবছরও কিন্তু জ্বালানি অর্থাৎ পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন সাধারণ মানুষের পটেকে কতটা প্রভাব ফেলবে তা এখন বলা মুশকিল। তবে এতে যে সাধারণ মানুষকে হিমশিম খেতে হবে তা বলাই বাহুল্য।।

আপনার জন্য
WhatsApp Logo