এই বছরের সামনের পূজোটা হয়তো আমাদের রাজ্যের কয়েক হাজার বেকার যুবক যুবতীদের জন্য সবচেয়ে ভালো পূজো হতে চলেছে। কেনোনা- এবারের পূজোর (২০২৪) আগেই রাজ্য সরকার তাদের জন্য নতুন ব্যবস্থা নিতে চলেছে। আশাকরা যায়, রাজ্য সরকারের এই পদক্ষেপে রাজ্যের ৭,০০০ বেকার যুবক-যুবতী সহ তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। কিন্তু আসলে ব্যাপারটা কী?? আর কি-ই বা এমন করবে রাজ্য সরকার তাদের জন্য? জানতে হলে পড়তে থাকুন।
পড়াশোনা করেও যখন কোনো কাজ পাওয়া যায় না, তখন বেকার পড়ে থাকা সেই সমস্ত ছেলে মেয়েদের যে কতটা কষ্ট হয়- সেটা হয়তো একমাএ তারাই বলতে পারে। কিন্তু এবার তাদের দুঃখ শেষ করতে চলেছে রাজ্য সরকার। কারণ এবারের পূজোর আগেই- একেবারে নতুন ভাবে রাজ্যের পঞ্চায়েত স্তরের বিভিন্ন পদে ৭,০০০ এর মতো শূন্যপদে চাকরি দেওয়া হবে রাজ্যের বেকার যুবক যুবতীদের।।
পঞ্চায়েত স্তরের বিভিন্ন পদে এতো সংখ্যক শূন্যপদে নিয়োগের ব্যাপারে সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর- বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে প্রতিটি ব্লকের জয়েন্ট বিডিও-দের নিয়ে এক বৈঠকে বসেছিল। সেখানে পূজোর আগেই একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে যে ঠিক কোন কোন পদে চাকরি খালি রয়েছে। এই তালিকা অনুযায়ীই চাকরি হবে প্রায় ৭ হাজারের মতো শূন্যপদে।
পূজোর আগেই এই তালিকা শেষ করা হবে। এবং তালিকা অনুযায়ী রাজ্যের যোগ্য বেকার ছেলে এবং মেয়েরা সেই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।। এতো সংখ্যক শূন্যপদ থাকায় স্বাভাবিক ভাবেই বলা যায়- এবার পূজোর মধ্যেই রাজ্যের কয়েক হাজার পরিবারের মূখে হাসি ফুটবে।।