Wednesday, September 18, 2024

দেশবাসীর জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর! নতুন প্রকল্পে আবেদন করলে প্রতিমাসে মিলবে ৩,০০০ টাকা

আমাদের রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের নানা প্রকল্প হয়তো আপনার জানা রয়েছে যেখান থেকে টাকা পাওয়া যায়। কিন্তু আপনার হয়তো কেন্দ্র সরকারের একটি বিশেষ প্রকল্প সম্পর্কে জানা নেই যেই প্রকল্প থেকে প্রতি মাসে 3000 টাকা এবং বার্ষিক 36,000 হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এটা শুনে আপনার মনে প্রশ্ন আসতেই পারে সেটা আমার কোন প্রকল্প? তার-ই উওর রয়েছে এই প্রতিবেদনে।

কেন্দ্র সরকারের যে বিশেষ প্রকল্প মাসিক ৩০০০ টাকা এবং মাসিক ৩৬ হাজার টাকা দিয়ে থাকে সেই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। যাদের বর্তমান বয়স ১৮ তারা এবং যাদের সর্বোচ্চ বয়স ৪০ তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে দেশের সকল শ্রেণীর মানুষের কিন্তু এই প্রকল্পটির সুবিধা পাবেন না। একটি বিশেষ শ্রেণীর মানুষ-ই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

Poor middle age man

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই প্রকল্পটি চালু করা হয়েছে আমাদের দেশের দিনমজুর মানুষদের জন্য। তারা বর্তমানে ঠিকভাবে কাজ করতে পারলেও একটি সময় পর যখন তাদের শরীরে আর সেই শক্তি থাকবে না, তখন তাদের কাজ করার ক্ষমতা না থাকায় তাদের সংসারে চলে আসে অভাব এবং বৃদ্ধকালে তাদের চরম দুর্দশায় পড়তে হয়। দেশের দিনমজুরদের অভাবের সেই সময়ে যাতে কোন কষ্ট না হয় সেজন্যই এই বিশেষ যোজনা করা হয়েছে।

Pradhan Mantri Shram Yogi Maandhan যোজনায় আবেদনকারীকে প্রত্যেক মাসে ৬০ টাকা বা ৫৫ টাকা করে, নিজের ৬০ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত জমা করতে হবে। যখন ৬০ বছর পূর্ণ হয়ে যাবে তখন তিনি প্রতি মাসে এই যোজনা থেকে মাসিক ৩,০০০ টাকা এবং বার্ষিক ৩৬,০০০ হাজার টাকা করে পাবেন।। এই প্রকল্পের সুবিধা পেতে বা প্রকল্পে আবেদন করতে নিজের পঞ্চায়েত অফিসে গিয়ে বা BDO Office- এ গিয়ে যোগাযোগ করতে পারেন।।

আপনার জন্য
WhatsApp Logo