Saturday, July 27, 2024

লক্ষী ভান্ডার ঢুকছে না? কবে টাকা ঢুকবে? ঘরে বসে এভাবে চেক করে নিন! ২ মিনিটের কাজ

রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী চালু করেছিলেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের হাত ধরে কেউ প্রতি মাসে ৫০০ টাকা আবার কেউ হাজার টাকা করে পান। অনেক প্রথম থেকে এখনো পর্যন্ত ঠিক ভাবেই টাকা পাচ্ছেন। কিন্তু বর্তমানে নতুন একটা বিষয় সামনে উঠে আসছে। সেটা হচ্ছে অনেকেই নাকি ঠিক ভাবে আবেদন পত্র জমা করার পরেও টাকা পাচ্ছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন টাকা পাচ্ছেন না? আর টাকা আসলেই কবে আসবে তা কিভাবে চেক করবেন? জেনে নিন বিস্তারিত।

গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেকেই একেবারে নতুন লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র জমা দিয়েছেন। এবার যারা নতুন করে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের অনেকের অ্যাকাউন্টেই এখনো পর্যন্ত টাকা আসেনি। এই নিয়ে তারা অনেকেই চিন্তিত রয়েছেন যে আদতেও তারা টাকা পাবেন কিনা। আরেকটা বিষয়- যদি টাকা আসে,তাহলে তাহলে কবে আসবে সেটাই বা কী করে জানা যাবে?

Lakshmi Bhandar

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মানুষের মনে এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তর দিতে রাজ্য সরকার একটি নতুন পদক্ষেপ নিয়েছে। এই বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য এবার আপনি আমি সকল সাধারণ মানুষ বাড়িতে বসেই জানতে পারবেন- লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা। আর পাওয়া গেলেও কবেই বা- অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

বাড়িতে বসে সমস্ত তথ্য জানার জন্য https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর সেখানে লক্ষ্মীর ভান্ডাএ প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি / আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কোড ফিলাপ করতে হবে। সবকিছু ঠিকভাবে পূরণ করে Check Status অপশনে ক্লিক করলেই লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং এভাবে সহজেই জানতে পারবেন আবেদন পত্রের আদৌ কোন ভুল রয়েছে কিনা। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কবেই বা অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

আপনার জন্য
WhatsApp Logo