Tuesday, October 15, 2024

আধার কার্ড হারিয়ে গেছে? জানেন এর জন্য জেল হতে পারে? বাঁচতে হলে করতে হবে এই কাজ

আমাদের ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে না বললেও চলবে। কিন্তু একটা বিষয় যেটা অবশ্যই বলা দরকার সেটা হচ্ছে-ধরুন কখনো আপনার আধার কার্ড হারিয়ে গেল। তখন আপনার কী করা উচিত? জানেন কি আপনি? আপনি কি এটা জানেন যে আপনার আধার কার্ড হারিয়ে গেলে,যদি আপনি সঠিক পদক্ষেপ না নেন,তাহলে আপনার জেল পর্যন্ত হতে পারে।

কিন্তু আধার কার্ড হারিয়ে গেলে ঠিক কী পদক্ষেপ না নিলে আপনার জেল হতে পারে? আর আধার কার্ড হারিয়ে গেলেই বা আপনার কী করা উচিত? দেখুন আধার কার্ড হারিয়ে গেলে তখন আপনার কোন অসুবিধাই হবে না যদি কোনো ভালো লোকের হাতে আপনার আধার কার্ডটি পড়ে। কিন্তু অসুবিধা হচ্ছে তখন,যখন আপনার আধার কার্ড হারিয়ে যাওয়ার পর সেটা কোনো অসৎ লোকের হাতে যায়।

আপনার আধার কার্ড যদি কোনো অসৎ ব্যক্তির হাতে পড়ে,তাহলে সেই ব্যক্তি আপনার আধার কার্ড দিয়েই এমন কাজ করতে পারে যেটা কিনা বেআইনি। এবার সেই ব্যক্তি যেকোনো ধরনের অপরাধ করুক না কেন,দোষটা কিন্তু আপনার ঘাড়ে এসেই পড়বে। কারণ সে আপনার নম্বর ব্যবহার করে সমস্ত অপরাধ করেছে। তাই সবার প্রথমে পুলিশ আপনাকে এসেই ধরবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhar card picture

আধার কার্ড হারিয়ে গেলে আপনার কী করা উচিত?

দেখুন যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় তাহলে সবার প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড লক করে দেওয়া। এরজন্য আপনাকে https://uidai.gov.in/ ওয়েবসাইট ভিজিট করে সেখানে-‘My Aadhaar’ -এ ক্লিক করতে হবে। এরপর সেখানে আধার পরিষেবা বিভাগে Aadhar Lock / Unlock Option-এ ক্লিক করতে হবে। সেখানে নিজের পুরো নাম, আধার নম্বর এবং পিন কোড এবং মোবাইলে আসা OTP সাবমিট করলেই আপনার আধার লক হয়ে যাবে।

এটা আপনি ততদিন পর্যন্ত করে রাখতে পারেন যতদিন পর্যন্ত না আপনি আপনার হারানো আধার কার্ড ফিরে পাচ্ছেন বা নতুন আধার কার্ড পাচ্ছেন। নতুন আধার কার্ড পেয়ে গেলে আপনি একইভাবে আধার কার্ডটি আনলকও করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo