Saturday, July 27, 2024

একাউন্ট থেকে টাকা চুরির দিন শেষ! কেন্দ্র দিল বার্তা, এভাবে সুরক্ষিত রাখুন নিজের আধার কার্ড!

কিছুমাস আগে নিউজ চ্যানেলগুলোতে একটা বিষয় বার বার দেখা যাচ্ছিল। সেটা হচ্ছে- আধার নম্বর এবং আঙ্গুলের ছাপ ব্যবহার করে দুষ্কৃতীরা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা লুট করেছে এবং করছেও। বিষয়টা তখন আলোচনায় আসলেও, সাধারণ মানুষ কিন্তু বিষয়টা সেভাবেও গুরুত্ব দিয়ে ভাবেনি। কিন্তু বিষয়টা কিন্তু সত্যিই গুরুতর। কারণ তাদের মতো আপনারও ছোট্ট একটা ভুলে কিন্তু আপনার সব টাকা উধাও হয়ে যেতে পারে। তাই সময় থাকতেই জেনে নিন কীকরে এর থেকে সাবধান হবেন।

এখনো পযর্ন্ত দুষ্কৃতীরা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেনি আর সেজন্যই আপনি ভাবলেন যে আপনার অ্যাকাউন্ট একেবারে সুরক্ষিত আছে, সেটা কিন্তু একদমই নয়।। কারণ যেকোনো সময়ই আপনার আধার নম্বর এবং আঙ্গুলের ছাপ ব্যবহার করে দুষ্কৃতীরা আপনারও ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারে।। তাই আপনার জন্য এটাই ভালো হবে যে- ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আধার কার্ড যত তাড়াতাড়ি সম্ভব তা লক করে ফেলা। কারণ আধার কার্ড লক থাকলে সেটার সাহায্য আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করা সম্ভব হবেনা এবং আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

Aadhar card

কিভাবে নিজের আধার কার্ড লক করবেন? 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি দুইভাবে নিজের আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে পারেন। প্রথমত mAadhaar অ্যাপ ডাউনলোড করে দ্বিতীয়ত resident.uidai.gov.in/bio-lock’ ভিজিট করে। যদি আপনি mAadhaar এর মাধ্যমে আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাড ডাউনলোডের পর নিজের আধার নম্বর এবং ফোনে আসা OTP দিয়ে রেজিস্টেশন করে নিতে হবে। এবং রেজিস্ট্রেশনের পর প্রোফাইল অপশনে গিয়ে সেখানে (Lock Biometric) দেখতে পাবেন। সেখান থেকে আপনি খুব সহজে আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে পারবেন।

আর যদি আপনি অ্যাপ ডাউনলোড না করেই আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে চান, তাহলে আপনাকে resident.uidai.gov.in/bio-lock’ করতে হবে। উপরিক্ত লিঙ্ক ভিজিটের পর আপনি সেখানে My Aadhaar এবং তার ভিতরে (Aadhaar Lock/Unlock) অপশন পাবেন। সেখানে লক অপশনে ক্লিক করে সেখানে নিজের আধার নম্বর এবং ফোনে আসার OTP, ক্যাপচা ফিলাপ করে সাবমিট করতে হবে। সবকিছু ঠিকঠাক সাবমিট করার পর আপনার কাজ হয়ে যাবে। এবং এভাবেই আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। যদি আপনি আবার নিজের আধার কার্ডের বায়োমেট্রিক আনলক করতে চান, তাহলে একই পদ্ধতিতে তা করতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo