প্যান কার্ড তো অনেকেই ব্যবহার করেন। কিন্তু প্যান কার্ড রাখলে যে তার কিছু নিয়মও পালন করতে হয়, সেটা খুব কম লোকই খেয়াল রাখেন। কী নিয়ম পালন করতে হয়, সেটা না জানায় অনেকেই প্যান কার্ড নিয়ে একটু বড় ভুল করে বসেন। যার ফলে তাদের দিতে হয় মোটা টাকা জরিমানা।
অনেকে হয়তো ভাবছেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে যে জরিমানা হয়, আমরা সেই বিষয়ে কথা বলছি। কিন্তু আসল বিষয় সেটা না। কারণ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে আপনার যে জরিমানা হবে,তার পরিমাণ মোটামুটি ভাবে কম। কিন্তু যে ভুলের কথা আমরা বলছি, সেটা যদি আপনি করে ফেলেন তাহলে আয়কর বিভাগ থেকে আপনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
আয়কর বিভাগের নিয়ম রয়েছে, একজন ভারতীয় নাগরিকের শুধুমাত্র একটি বৈধ প্যান কার্ড থাকতে পারে। যদি কোনো কারণবশত আয়কর বিভাগ থেকে দুটি কার্ড চলে আসে,তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই একটি কার্ড আয়কর বিভাগে জমা দিতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি কৃতভাবে কোনো ভুল উদ্দেশ্য নিয়ে ভূয়ো তথ্য দুটো প্যান কার্ড তৈরি করে, তাহলে তাকে অবশ্যই শাস্তি স্বরূপ ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে।
তবে হ্যাঁ, যদি কোনো কারণে আপনার অজান্তেই আয়কর বিভাগ থেকে ভুলবশত দুটো প্যান কার্ড চলে আসে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। সেক্ষেত্রে আপনি আয়কর বিভাগে রিপোর্ট করতে পারেন এবং অনলাইন আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে আপনার দ্বিতীয় প্যান কার্ড জমা করতে পারেন। যদি আপনি তা করেন তাহলে আপনার কোনো সমস্যা হবেনা এবং আপনাকে কোনো জরিমানাও দিতে হবেনা।