Wednesday, October 9, 2024

প্যান-আধার লিঙ্ক অতীত, এবার করতে হবে LPG’র সাথে আধার কার্ড লিঙ্ক! নয়া ঝামেলা

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে, আবার আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডও লিংক করাতে হবে- এই বিষয়গুলো আমরা সকলেই জানি। কিন্তু এখন একটি নতুন বিষয় সামনে এসেছে। শোনা যাচ্ছে- এখন নাকি আবার আধার কার্ডের সঙ্গে আপনার গ্যাস অ্যাকাউন্টও লিঙ্ক করাতে হবে। কিন্তু কেন করতে হবে এই কাজ? আর না করলেই বা কী হবে?

বতর্মানে ভারতীয়দের কাছে আধার কার্ড- শুধুমাত্র একটা পরিচয় পত্র নয়! প্রতিটি নাগরিকের কাছেই এখন আধার কার্ডই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাগরিকদের বিভিন্ন রকম সরকারি সুবিধা প্রদান করতেই ইউনিক আই ডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)- আধার গ্রাহকদের অন্যান্য নথিপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে বলে। এবারও, গ্যাস সিলিন্ডারের উপর বিশেষ সুবিধা দিতেই আধারের সঙ্গে গ্যাস অ্যাকাউন্টের লিঙ্ক করতে বলা হয়েছে।।

Picture of unloading LPG gas cylinder from truck

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাধারণ মানুষকে নতুনভাবে বিশেষ সুবিধা দিতে সরকার থেকে এবার গ্যাস সিলিন্ডারের উপর বিশেষ ভর্তুকি বা ছাড় দেওয়া হবে। কিন্তু এই বিশেষ ছাড় তারাই পাবেন, যাদের আধার কার্ডের সঙ্গে গ্যাস অ্যাকাউন্ট লিঙ্ক করানো আছে কিংবা লিঙ্ক করাবে। যদি আপনিও সরকারের কাছ থেকে গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি পেতে চান, তাহলে আপনাকেও আধার কার্ডের সঙ্গে গ্যাস অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে।

আধার কার্ডের সঙ্গে গ্যাস অ্যাকাউন্ট লিঙ্ক করানোর জন্য আপনাকে প্রথমে UIDAI-এর ওয়েবসাইট ভিজিট করে, সেখান থেকে রেসিডেন্ট সেলফ সিডিং ওয়েবসাইটে যেতে হবে।। এরপর সেখানে আপনাকে, যে কোম্পানির গ্যাস আপনি ব্যবহার করেন, তার নাম এবং ডিস্ট্রিবিউটরের নাম সহ অন্যান্য তথ্য দিয়ে সবকিছু ফিলাপ করতে হবে। সবকিছু পূরণ করার পর আপনার ফোনে যে OTP আসবে,সেটা সাবমিট করলেই আপনার আধার কার্ডের সঙ্গে গ্যাস অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে।

আপনার জন্য
WhatsApp Logo