Saturday, July 27, 2024

বেকারদের জন্য দারুণ খবর! চাকরি না পেলে প্রতিমাসে ২,৫০০ টাকা দেবে কেন্দ্র, নাম তুলুন এই প্রকল্পে

আমাদের দেশে প্রধান একটি সমস্যা হলো বেকারত্ব। সাধারণত সঠিক সময় পরীক্ষা এবং প্রার্থী নিয়োগ না হওয়ার কারণে এই বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। তাই এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাজ্যে এবং কেন্দ্রীয় সরকার একটি দারুন প্রকল্প চালু করেছে, যেখানে চাকরি না পাওয়া পর্যন্ত একজন চাকরিপ্রার্থীকে প্রতিমাসে ২,৫০০ টাকা করে আর্থিক অনুদান দেয়া হবে।

রাজ্যে ও কেন্দ্রীয় সরকার মিলিতভাবে বেকারদের প্রতিমাসে ২,৫০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করবে। যেখানে ৬০% শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি ৪০% শতাংশ দেবে রাজ্যে সরকার। সাধারণত যেই সমস্ত শিক্ষিত বেকার যুবক-যুবতীরা চাকরি না পেয়ে হতাশার মধ্যে আছে তাদের আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্র এবং রাজ্যের নতুন এই প্রকল্প যার নাম দেয়া হয়েছে ‘কর্মসংস্থানের নির্দেশিকা‘। যেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মসংস্থানমুখী ট্রেনিং প্রোগ্রামের বিভিন্ন প্রশিক্ষণে নাম লেখানো বেকার যুবক যুবতীদের প্রতিমাসে ২,৫০০ টাকা করে দেয়া হবে।

employment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যতদিন না পর্যন্ত চাকরি মিলছে ততদিন পর্যন্ত মিলবে টাকা। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যাদের পরিবারের বার্ষিক আয় ২. ৫ লক্ষ টাকা বা তারও কম এবং যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে তারাই কেবলমাত্র কর্মসংস্থানের নির্দেশিকা প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ২,৫০০ টাকা করে পাবেন। তবে জানিয়ে রাখি যে এই প্রকল্পটি এখন পর্যন্ত শুধুমাত্র ঝাড়খন্ড, উত্তরাখন্ড, আসাম, ওড়িশা এবং ছত্রিশগড় রাজ্যের যুবক যুবতীরা সুবিধা পাবেন।

আরও পড়ুন: মাসিক বেতন ১৫,০০০/- টাকা! পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে নিয়োগ প্রচুর কর্মী, এভাবে করুন আবেদন

আপনার জন্য
WhatsApp Logo