যাদের সক্রিয় রেশন কার্ড রয়েছে তারা প্রত্যেকেই রেশন থেকে চাল আট পেয়ে থাকেন। ভারতে করোনার সময় থেকে সরকার বিনামূল্যে রেশন দিয়ে যাচ্ছে। বিনামূল্যে রেশন পাওয়ায় ভারতের সাধারণ মানুষ যে খুশি হয়েছেন তাতে কোন সন্দেহ নেই। তবে এবার হয়তো তাদের খুশিতে আরও নতুন একটা মাত্রা যুক্ত হবে। কারণ কী? কারণ হচ্ছে এটাই যে- এবার থেকে রেশন থেকে শুধু মাত্র চাল আটা নয়! সেই সঙ্গে পাওয়া যাবে চিনি এবং সরষের তেল। সঙ্গে রয়েছে আরও একটা বড় চমক।
কয়েকদিন আগেই নরেন্দ্র মোদি বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে একটি বড়ো ঘোষণা করেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে কেন্দ্র সরকার ২০২৩ থেকে ২০২৮ পর্যন্ত আরো পাঁচ বছর বিনামূল্য রেশন দিয়ে যাবে। নরেন্দ্র মোদির তিন ঘোষণায় দেশে কয়েক কোটি মানুষ খুশি হয়েছিলেন। এই ঘোষণার রেশ কাটতে না কাটতে বিজেপি সরকার থেকে রেশন নিয়ে আরও একটি বিরাট ঘোষণা করে দেওয়া হয়েছে।
রেশন নিয়ে সম্প্রতি বিজেপি সরকার যে ঘোষণা করা হয়েছে, তা হল- এবার থেকে, যাদের রেশন কার্ড রয়েছে তারা রেশন থেকে চাল আটার সঙ্গে সঙ্গে চিনি এবং সরষের তেল তো পাবেনই। সেই সঙ্গে তারা গ্যাস সিলিন্ডারেও পাবেন মাত্র ৪৫০ টাকায়। ভারতে এমন বহু বাড়ি রয়েছে যেখান গ্যাস সিলিন্ডার প্রয়োজন কিন্তু তারা শুধুমাত্র অর্থের অভাবে তা নিতে পারছেন না। তাদের কথা ভেবেই বিজেপি সরকারের এই সিদ্ধান্ত।
তবে যারা ভাবছেন যে এইসব সুবিধা হয়তো পশ্চিমবঙ্গের বাসিন্দারাও পাবে, তেমনটা কিন্তু একেবারেই নয়। রেশন কার্ডে এতো সুবিধা দেওয়া নিয়ে এই ঘোষণা করেছে মধ্যে প্রদেশের বিজেপি সরকার। বতর্মানে পশ্চিমবঙ্গের জন্য এমন কোনো ঘোষণা কেন্দ্র সরকার থেকে করা হয়নি।