রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ৫০০ বা ১,০০০ টাকা নয়! কেন্দ্র সরকারের এমন একটি যোজনা রয়েছে যার হাত ধরে আপনি দৈনিক ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। কেন্দ্র সরকারের নানা যোজনা রয়েছে যার হাত ধরে সাধারন মানুষ আর্থিক সাহায্য পেয়ে থাকেন। কেন্দ্র সরকারের এই যোজনাও সেরকমই এক লাভদায়ক যোজনা।
প্রধানমন্ত্রীর যে যোজনার মাধ্যমে আপনি ৩ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন তার নাম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (pm vishwakarma Yojana)। এই বছর স্বাধীনতা দিবসের পরেই প্রধানমন্ত্রী এই যোজনার ঘোষণা করেছিলেন। এই যোজনার হাত ধরে ভারতের সাধারণ মানুষ কোন শর্ত ছাড়াই এবং নামমাত্র সুদে এত টাকার সুবিধা নিতে পারেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় ৩ লক্ষ টাকার সুবিধা তো রয়েছেই,,সেই সঙ্গে যারা এই যোজনার অন্তর্ভুক্ত,তাদের যখন ট্রেনিং হয়, তখন তারা ট্রেনিং চলাকালে বৃত্তি হিসেবে দৈনিক ৫০০ টাকাও পেয়ে থাকেন।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে দেশের রাজমিস্ত্রি,কামার, কুমোর, ছুতোর ছাড়াও এই ধরনের অন্যান্য মোট ১৮ ধরনের কারিগরি পেশার সঙ্গে যুক্ত মানুষ আর্থিক সাহায্য পেয়ে থাকেন।
কারিগরি পেশার সঙ্গে যুক্ত মানুষ যাতে আধুনিক যন্ত্র বা আধুনিক প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ পান, তারা যাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তারা লাভবান হতে পারেন, তাই এই যোজনা চালু করা হয়।
যাদের নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সম্মান নিধি যোজনা অন্তর্ভুক্ত, তারা বিশেষ প্রশিক্ষণ পেয়ে থাকেন এবং প্রশিক্ষণ চলাকালে তারা দৈনিক ৫,০০ পেয়ে থাকেন। এছাড়াও তারা কাজের সুবিধার জন্য যন্ত্রপাতি কিনতে চাইলে, সেখানেও তাদের ১৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া যদি কেউ চান তাহলে নিজের কাজকর্ম বাড়ানোর জন্য পাঁচ শতাংশ সুদে প্রথম কিস্তিতে ১,০০,০০০ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ২,০০,০০০ টাকা ঋণ দিতে পারেন। এইভাবে তারা মোট ৩ লক্ষ টাকা পেয়ে থাকেন।
এখন যারা এই যোজনার সুবিধা নিতে চান, তাদের সবার আগে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র অবশ্যই থাকতে হবে এবং আপনার বয়স অন্ততপক্ষে ১৮ বছর হতে হবে। আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করতে পারেন।। এছাড়াও বিশদে জানতে ‘pmvishwakarma.gov.in‘ ওয়েবসাইট ভিজিট করতে পারেন।