Wednesday, September 18, 2024

নভেম্বর মাসে প্রচুর পরিমাণে টাকা ছাড়বে কেন্দ্র! সকলে পাবে ৪,০০০ টাকা করে, আপনি পাবেন কিনা দেখুন

সামনেই কালীপুজো। এই কালী পূজাতে না চাইতেও সকলেরই অনেক টাকা খরচ হয়ে যায়। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ টাকার চিন্তায় ভুগতে থাকেন। কিন্তু সাধারণ মানুষের এই টাকার চিন্তা দূর করতেই মোদি সরকারের রয়েছে এক দারুণ প্ল্যান। কালীপুজোর আগে সাধারণ মানুষকে খুশি করতে,মোদি সরকার পাঠাবে সকলের অ্যাকাউন্টে নগদ ৪,০০০ টাকা। কিন্তু কারা পাবেন এতো টাকা?

কালী পুজোর আগে কেন্দ্র সরকারের কাছ থেকে সকলেই যে চার হাজার টাকা করে পাবেন, তেমনটা কিন্তু একেবারেই নয়। ভারতের খেটে খাওয়া সাধারণ মানুষ, যাদের নাম কেন্দ্র সরকারের একটি বিশেষ যোজনার অন্তর্ভুক্ত রয়েছে, তাদেরকে দেওয়া হবে নগদ ৪,০০০ টাকা।

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দেশের সাধারণ খেটে খাওয়া কৃষকদের জন্য এই বিশেষ যোজনাটি চালু করেছিলেন। এই প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী কিষান যোজনা (Pradhan Mantri Kisan Yojana). ভারতের যে সমস্ত কৃষকের নাম প্রধানমন্ত্রী কিষান যোজনার অন্তর্ভুক্ত, তারা এবার কালীপুজোর আগে এই যোজনার ১৫ তম কিস্তি হিসেবে চার হাজার টাকা করে পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

An old farmer genie is counting money with a smile on his face

মনে করা হচ্ছে, নভেম্বর মাসের ১৫ তারিখের আগেই, যে সমস্ত কৃষকের নাম প্রধানমন্ত্রী কিষান যোজনার অন্তর্ভুক্ত এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট E-KYC করা রয়েছে, তাদের একাউন্টে ৪০০০ টাকা করে ঢুকে যাবে। গত জুলাই মাসেও কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে ঢুকেছিল। তবে এবার টাকার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।

যদি আপনার নামও পিএম কিষান যোজনার অন্তর্ভুক্ত হয়ে থাকে এবং আপনি চেক করতে চান যে আপনার টাকা ঢুকেছে কিনা,তাহলে আপনি pmkisan.gov.in ওয়েবসাইট ভিজিট করে সেখানে ফার্মার কর্নার অপশনে ক্লিক করে, Beneficiary Status -অপশনে গিয়ে নিজের যাবতীয় তথ্য দেওয়ার পর, চেক রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা।

আপনার জন্য
WhatsApp Logo