গত বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে- রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য্যায় রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। আমাদের রাজ্যের সমস্ত মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাদের সকলেরই সেই ঘোষণা সম্পর্কে জেনে রাখা উচিত।
আমাদের রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করতে রাজ্যের মূখ্যমন্ত্রী ২০২১ সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। ২০২১ সাল থেকে ২০২৩ সাল- এখনো পর্যন্ত সকলেই ঠিকঠাকভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমানে একটা প্রশ্ন সকলের মনে দেখা যাচ্ছে যে, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে যাবেন বা এই প্রকল্প আর কতদিন ধরে চলবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর কতদিন পর্যন্ত পাওয়া যাবে সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে গত বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা প্রাপ্ত মহিলাদের বয়স যখন ৬০ এর বেশি হয়ে যাবে, তখন তাদের নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। ৬০ বছর হয়ে গেলে তারা অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার টাকা পেতে শুরু করবেন।
সেই সঙ্গে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আর কতদিন পর্যন্ত পাওয়া যাবে- সে সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,যারা এর আগে আবেদন করেছিলেন তারা তো টাকা পাবেনই। সঙ্গে ভবিষ্যতে যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন, তারাও সারা জীবন এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কখনই বন্ধ হবে না।