Friday, December 13, 2024

কলেজে পড়লেই মিলবে ১ লক্ষ টাকা! পড়ুয়াদের মোটা টাকা স্কলারশিপ দিচ্ছে এই সংস্থা, এভাবে করুন আবেদন

ভালো স্কলারশিপের কথা উঠলেই আমাদের মাথায় সবার প্রথমে আসে স্বামী বিবেকানন্দ বা উত্তর কন্যা স্কলারশিপের কথা। কিন্তু আমাদের রাজ্যের এই সরকারি স্কলারশিপ গুলো ছাড়াও বহু বেসরকারি স্কলারশিপ রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে স্কলারশিপ পেয়ে থাকেন। কিন্তু সেই সমস্ত স্কলারশিপ সম্পর্কে না জানার কারণে অনেক যোগ্য ছাত্রছাত্রীরাও সেই সমস্ত স্কলারশিপের লাভ থেকে বঞ্চিত হয়। তবে আজকে সেরকমই এক বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আপনাদের জানাবো যেখান থেকে আপনি প্রচুর টাকা পেতে পারেন।

HT Parekh Foundation‘ বলে এক বেসরকারি কোম্পানি রয়েছে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য, ‘বাড়তে কাদাম’ বলে স্কলারশিপের মাধ্যমে কয়েক লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। যারা কোনো বিষয়ে স্নাতক ডিগ্রির জন্য পড়াশুনা করছেন, তাদের জন্য HT Parkesh Foundation- ৩০,০০০ টাকা স্কলারশিপ দিয়ে থাকে। অন্যদিকে যারা কোনো বিশেষ কোর্সে পড়াশুনা করছেন, তারা এই স্কলারশিপ থেকে ১,০০,০০০ টাকা পযর্ন্ত পেয়ে থাকে।

Girls Board exam

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে Badhte Kadam Scholarship স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন-

) আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আউ অবশ্যই ৬ লক্ষ টাকার কম হতে হবে।

) আবেদনকারী শিক্ষার্থীর বিগত বছরের পরীক্ষায় মিনিমান ৭০% নম্বর থাকতে হবে।

) এছাড়াও, এই স্কলারশিপ পেতে হলে কলেজে BA, BSc, BCom বা Law ছাড়াও অন্য যেকোনো কোর্সে পাঠরত থাকতে হবে। যাদের ক্ষেত্রে উপরিক্ত শর্ত গুলো পূরণ হবে buddy4study ওয়েবসাইট ভিজিট করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo